মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পাল্টা অভিযোগ প্রদেশ কংগ্রেসের

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ উড়িয়ে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য। প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, সিঙ্গুর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনশনের সময় তাঁর কাছে প্রিয়রঞ্জন দাশমুন্সিকে পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী। রাজ্য পরিকল্পনা গ্রহণে ব্যর্থ হওয়ার জন্যই কেন্দ্র অর্থ দিত

Updated By: Jan 31, 2012, 09:27 AM IST

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ উড়িয়ে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য। প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিলেও কেন্দ্রীয় সরকার আর্থিক সাহায্য দিচ্ছে না বলে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলনের সময় কংগ্রেস পাশে ছিল না বলেও তাঁর অভিযোগ। উত্তরে, প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, সিঙ্গুর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের  অনশনের সময় তাঁর কাছে প্রিয়রঞ্জন দাশমুন্সিকে পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী। রাজ্য পরিকল্পনা গ্রহণে ব্যর্থ হওয়ার জন্যই কেন্দ্র অর্থ দিতে পারছে না বলেও দাবি করেন তিনি।
খোদ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তোপ দেগে শরিকি দ্বন্দ্বকে আরও একবার উস্কে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই। গতকাল তিনি বলেন, ভোটের আগে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিলেও রাজ্য আর্থিক সাহায্য পায়নি। সিঙ্গুর আন্দোলনের সময় তিনি যখন অনশন করছিলেন, তখন কলকাতায় এসেও প্রধানমন্ত্রী তাঁর সঙ্গে দেখা করেননি বলে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুটি অভিযোগই সরাসরি খারিজ করে দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি।  
কংগ্রেস নেতা ওমপ্রকাশ মিশ্র পাল্টা অভিযোগ করেন, প্রশাসনিক কাজকর্মে মন না দিয়ে এখন শরিকি বিবাদ নিয়েই ব্যস্ত থাকছেন মুখ্যমন্ত্রী।

আর্থিক প্যাকেজ থেকে কৃষি সঙ্কট। সরকারে আসার পর থেকেই বিভিন্ন ইস্যুতে নিজেদের মধ্যে প্রকাশ্য কাজিয়ায় জড়িয়েছে কংগ্রেস-তৃণমূল কংগ্রেস শিবির। ইতিমধ্যেই এই পরিস্থিততে প্রধানমন্ত্রীকে বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর অভিযোগ জোটশিবিরের সেই কাজিয়া আরও উস্কে দিল বলে মনে করছে রাজনৈতিক মহল।

.