মেজাজ হারালেন শিক্ষামন্ত্রী
শিক্ষা কর্মীদের মাস পয়লা বেতনের প্রতিশ্রুতি দিয়েও তাদের ক্ষোভের মুখে পড়তে হল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে।
Updated By: Nov 26, 2011, 07:24 PM IST
শিক্ষা কর্মীদের মাস পয়লা বেতনের প্রতিশ্রুতি দিয়েও তাদের ক্ষোভের মুখে পড়তে হল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে। শনিবার দক্ষিণ কলকাতার সিটি কলেজে শিক্ষাকর্মীদের রাজ্য সম্মেলনে বক্তব্য রাখছিলেন তিনি। মাসের এক তারিখ বেতন, নির্দিষ্ট সময় পদোন্নতি সহ আরও বেশ কিছু প্রতিশ্রুতিও দেন তিনি। অনুষ্ঠান চলাকালীন দর্শকাসনের কিছু কর্মী ডিএ এবং বর্ধিত বেতনের বকেয়া অংশ (এরিয়ার) সংক্রান্ত প্রশ্ন করেন। আর এতেই মেজাজ হারান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন, `আপনারা আমার সামনে বিক্ষোভ দেখাবেন জানলে আমি এখানে আসতাম না।` সঙ্গে সঙ্গেই মঞ্চ ছেড়ে চলেও যান তিনি।
Tags: