অবশেষে রোখা গিয়েছে বউ বাজারের ধস, জানাল মেট্রো কর্তৃপক্ষ

বৃহস্পতিবার কেএমআরসিএলের তরফে সাংবাদিক বৈঠক করেন জেনারেল ম্যানেজার (অ্যাডমিনিস্ট্রেশন) একে নন্দী। সঙ্গে ছিলেন চিফ ইঞ্জিনিয়ার বিদেওয়ানজি। সাংবাদিক বৈঠেকে তাঁরা বলেন, মেট্রো সুড়ঙ্গ তৈরির সময় বউ বাজারে যে ধস নেমেছে তা রোখা গিয়েছে।

Updated By: Sep 12, 2019, 07:54 PM IST
অবশেষে রোখা গিয়েছে বউ বাজারের ধস, জানাল মেট্রো কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদন: অবশেষে রোখা গিয়েছে বউ বাজারের ধস। বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠক করে একথা জানাল কেএমআরসিএল কর্তৃপক্ষ। নিশ্চিত করা হয়েছে, মাটি গলা জল আর ঢুকছে না সুড়ঙ্গে। এর পর দ্রুত ক্ষতিগ্রস্ত বাড়িগুলি মেরামতির কাজ শুরু হবে বলে জানানো হয়েছে। 

 

বৃহস্পতিবার কেএমআরসিএলের তরফে সাংবাদিক বৈঠক করেন জেনারেল ম্যানেজার (অ্যাডমিনিস্ট্রেশন) একে নন্দী। সঙ্গে ছিলেন চিফ ইঞ্জিনিয়ার বিদেওয়ানজি। সাংবাদিক বৈঠেকে তাঁরা বলেন, মেট্রো সুড়ঙ্গ তৈরির সময় বউ বাজারে যে ধস নেমেছে তা রোখা গিয়েছে। নতুন করে মাটি গোলা জল আর ঢুকছে না সুড়ঙ্গে। ফলে ক্ষতিগ্রস্ত বাড়িগুলি মেরামতির কাজ দ্রুত শুরু করবে মেট্রো কর্তৃপক্ষ। মেট্রোর এই ঘোষণায় হাঁফ ছেড়ে বাঁচলেন দুর্গা পিথুরি লেনের আসেপাশের এলাকার বাসিন্দারা। 

চলতি মাসের শুরুতে মেট্রোর সুড়ঙ্গ খোড়ার কাজ চলাকালীন ধস নামে বউ বাজারের স্যাকরাপাড়া লেন, দুর্গা পিথুরি লেন এলাকায়। ধসের জেরে আতঙ্ক ছড়ায় অত্যন্ত ঘনবসতিপূর্ণ ওই এলাকায়। অন্তত ১৬টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে পথে বসেছেন প্রায় ৩০০ মানুষ। তাঁদের অস্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করেছে মেট্রো কর্তৃপক্ষ। ওদিকে বিদেশ থেকে বিশেষজ্ঞ এনে ধস রোখার যুদ্ধ শুরু হয়। সুড়ঙ্গের ভিতর পাঁচিল তুলে বালির বস্তা দিয়ে আটকানো হয় জলের প্রবাহ। তার পর ঢোকানো হয় জল। জলের চাপ বাড়িয়ে রোখা হয় ধস। 

 

.