Beleghata Death: 'স্বামীর কুকীর্তির প্রতিবাদ করেছিল, গলায় ওড়না জড়িয়েই খুন করা হয়েছে মেয়েকে', গৃহবধূর মৃত্যুতে তোলপাড় বেলেঘাটা
Beleghata Death: দিবাকরের বাড়িতে পৌঁছে দেখতে পায় গলায় ওড়না জড়ানো অবস্থায় খাটে পড়ে রয়েছে তুলিকা
অয়ন ঘোষাল: রহস্যজনকভাবে মৃত্যু হল কলকাতার বেলেঘাটার এক গৃহবধূর। বেলেঘাটার মিঞা বাগানের ওই ঘটনায় গৃহবধূর আত্মীয়দের অভিযোগ শ্বাসরোধ করেই খুন করা হয়েছে তাকে। এনিয়ে উত্তেজনার সৃষ্টি হয়েছে এলাকায়। তবে পুলিস তদন্ত করে দেখছে ঘটনাটি খুন নাকি আত্মহত্যা। তদন্তে নেমেছে বেলেঘাটা থানার পুলিস।
আরও পড়ুন-অন্তরঙ্গ মুহূর্তে আচমকাই প্রেমিকের বুকের উপরে চড়ে বসল প্রেমিকা, ভয়ংকর কাণ্ড....
মৃতার পরিবারের দাবি বিয়ের পর থেকেই ওই গৃহবধূর উপরে অত্যাচার চালাত তার স্বামী। মাত্র ৭ মাস আগে বিয়ে হয় তুলিকা ধর নামে ওই তরুণীর। স্বামীর নাম দিবাকর ধর। তরুণীর পরিবারের দাবি, বিয়ের পর থেকেই তুলিকার কাছে টাকা চাইতো দিবাকর। টাকা না দিলেই অত্যাচার করত দিবাকর। শুধু তাই নয়, বিয়ের পরই তুলিকা জানতে পারে দিবাকরের একটি বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। এর প্রতিবাদ করতেই শুরু হয় অত্যাচার।
এরকমই চলছিল। সোমবার রাতে দিবাকর তুলিকার পরিবারকে জানায় যে তুলিকা আত্মঘাতী হয়েছে। পরিবারের দাবি, তারা দিবাকরের বাড়িতে পৌঁছে দেখতে পায় গলায় ওড়না জড়ানো অবস্থায় খাটে পড়ে রয়েছে তুলিকা। ইতিমধ্যেই দিবাকরকে আটক করেছে বেলেঘাটা থানার পুলিস।
তুলিকার বাবা সংবাদমাধ্যমের সামনে বলেন, ওকে মেরে ফেলা হয়েছে। গলায় ওড়না পেঁচিয়েই মারা হয়েছে। বিছানায় শোয়ানো ছিল মৃতদেহ। ও-ই মেরেছে আমারে মেয়েকে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)