App bike Driver Arrested: বুকিং বাতিল করায় মহিলা চিকিত্সকের শ্লীলতাহানি, গ্রেফতার অ্যাপ বাইক চালক
App bike Driver Arrested: ওই ঘটনার পর সিপি, জিয়েন্ট সিপি ও সাইবার ক্রাইম দফতরে মেল করেন ওই তরুণ চিকিত্সক। এরপর আজ সকালে পূর্ব যাদবপুর থানায় এফআইআর করেন
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অ্যাপ বাইক চালকের বিরুদ্ধে উঠল শ্লীলতাহানির অভিযোগ। অভিযোগ পেয়ে তাকে গ্রেফতার করল পুলিস। শনিবার ওই বাইক চালককে গ্রেফতার করে পূর্ব যাদবপুর থানা। চালকের বাড়ি মুকুন্দপুরে। আগামিকাল তাকে আদালতে তোলা হবে। এমনটাই পুলিস সূত্রে খবর।
আরও পড়ুন- ইরান-লেবাননকে ঠেকাতে ইজরায়েল ময়দানে নামাচ্ছে ভয়ংকর এই অস্ত্র
কী হয়েছিল? শুক্রবার সন্ধে আটটা নাগাদ ওই অ্যাপ বাইকটি বুক করেন এক মহিলা জুনিয়র ডাক্তার। গাড়ি আসতে দেরির কারণে তিনি বাইকটি বাতিল করেন। কেন বাইক বাতিল করলেন তা নিয়ে ওই তরুণীর সঙ্গে ফোনে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন রাজু দাস নামে ওই বাইক চালক। তরুণী চিকিত্সকে ভয় দেখান, ফোনে অশ্লীল ভিডিয়ো পাঠান।
এনিয়ে কী বলেছেন ওই তরুণী চিকিত্সক? নিগৃহিতা চিকিত্সক বলেন, গতকাল সন্ধে আটটা নাগাদ ওই বাইক বুক করি। কিন্তু বাইক দেরি হওয়ার কারণে তা বাতিল করি। তার পরেই ১০-১২ বার ফোন করেন ওই চালক। সেইসব ফোন ধরিনি। কিছুক্ষণ পরেই উনি আমার হোয়াটসঅ্যাপ নম্বরে একটি অশালীন ভিডিয়ো পাঠান। পরের বার তিনি যখন ফোন করেন তখন সেই ফোন তুলি এবং জিজ্ঞাসা করি কী মেজেস পাঠিয়েছেন? এরপরই উনি খারাপ ভাষায় আমাকে গালাগালি করেন। শুধু তাই নয় বলেছেন, এলাকায় দেখলে চামড়া তুলে নেব।
ওই ঘটনার পর সিপি, জিয়েন্ট সিপি ও সাইবার ক্রাইম দফতরে মেল করেন ওই তরুণ চিকিত্সক। এরপর আজ সকালে পূর্ব যাদবপুর থানায় এফআইআর করেন। ইতিমধ্যেই ওই অ্যাপ বাইক চালককে গ্রেফতার করা হয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)