আইকোর কর্তা অনুকুল মাইতিকে গ্রেফতার সিআইডির

বেআইনি অর্থলগ্নি ব্যবসা চালানোর অভিযোগে আইকোর কর্তা অনুকুল মাইতিকে গ্রেফতার করল সিআইডি। আজ তাঁকে বারাকপুর আদালতে তোলা হয়। সারদার মতোই আমানতকারীদের প্রতারণার অভিযোগ রয়েছে আইকোরের বিরুদ্ধে। এ রাজ্যের পাশাপাশি ওড়িশা ও ত্রিপুরাতেও প্রতারণার জাল ছড়িয়েছিল তারা।

Updated By: Apr 16, 2015, 04:03 PM IST

ওয়েব ডেস্ক: বেআইনি অর্থলগ্নি ব্যবসা চালানোর অভিযোগে আইকোর কর্তা অনুকুল মাইতিকে গ্রেফতার করল সিআইডি। আজ তাঁকে বারাকপুর আদালতে তোলা হয়। সারদার মতোই আমানতকারীদের প্রতারণার অভিযোগ রয়েছে আইকোরের বিরুদ্ধে। এ রাজ্যের পাশাপাশি ওড়িশা ও ত্রিপুরাতেও প্রতারণার জাল ছড়িয়েছিল তারা।

বেআইনিভাবে বাজার থেকে কয়েকশো কোটি টাকা তোলার অভিযোগ রয়েছে আইকোরের বিরুদ্ধে। গত বছরের নভেম্বরে সেবির নিষেধাজ্ঞার পরও টাকা তোলা বন্ধ করেনি তারা। আমানতকারীদের অভিযোগের ভিত্তিতে আইকোর কর্তা অনুকুল মাইতিকে গ্রেফতার করেছে সিআইডি।  

.