এরাই আবার অসহিষ্ণুতার কথা বলে, যাদবপুরে বিক্ষোভের মুখে মন্তব্য অগ্নিমিত্রার
যাদবপুরে বৃহস্পতিবার এবিভিপি-র একটি অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন বাবুল সুপ্রিয় ও অগ্নিমিত্রা পল।
নিজস্ব প্রতিবেদন: এরাই আবার অসহিষ্ণুতা ও গণতন্ত্রের কথা বলে। যাদবপুরে পড়ুয়াদের একাংশের বিক্ষোভের মুখে পড়ে মন্তব্য করলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। এদিন বাবুলের সঙ্গে তিনিও এবিভিপি-র অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন। বিজেপি নেত্রীর কথায়,''যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষিত ছেলেমেয়ে পড়াশুনো করে। এরাই আবার অসহিষ্ণুতা ও গণতন্ত্রের কথা বলে।''
যাদবপুরে বৃহস্পতিবার এবিভিপি-র একটি অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন বাবুল সুপ্রিয় ও অগ্নিমিত্রা পল। দুজনেই ছাত্রছাত্রীদের একাংশের বিক্ষোভে মুখে পড়েন। বিক্ষোভের মুখে বিশ্ববিদ্যালয় চত্বরে অডিটোরিয়ামে আটকে পড়েন বিজেপি নেত্রী। অগ্নিমিত্রা জি ২৪ ঘণ্টাকে বলেন,''আমরা এখানে এবিভিপি-র একটা অনুষ্ঠানে এসেছিলাম। শাড়ি ছিঁড়ে দেওয়ার চেষ্টা করেছে। মারধর করেছে। কোনওরকমে স্টেজে উঠেছি। একই অবস্থা বেরোনোর সময়। লেফট ফ্রন্টের হাজার হাজার ছেলেরা বাইরে দাঁড়িয়ে রয়েছে। বাবুলকে মেরেছে আমি বেরোতে পারিনি। আমাকেও মেরে ফেলবে।'' অগ্নিমিত্রার প্রশ্ন, ওরা বিক্ষোভ করছে না মারছে? কলকাতা পুলিস নিষ্ক্রিয় ছিল বলেও অভিযোগ করেছেন বিজেপি নেত্রী।
বিক্ষোভরত ছাত্রছাত্রীদের উদ্দেশে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় বলেন,''নিরাপত্তারক্ষীদের নিয়ন্ত্রণে রেখেছি। বিরোধী না থাকলে কার সঙ্গে লড়বে। আমার জামা ছিঁড়েছে। চুল ধরে টেনেছে। শিক্ষিত ছেলের মতো ব্যবহার করো। তোমাদের নেতা বুদ্ধদেব ভট্টাচার্য, বিহেভ লাইক দ্যাট।''
আরও পড়ুন- যাদবপুরে গুন্ডা ইউনিট তৈরি হয়েছে, বললেন রাহুল, হেনস্থা নায়কোচিত নয়,মত তাপসের