তৃণমূল কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে অধীর চৌধুরী
তৃণমূল কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে অধীর চৌধুরী
Updated By: May 11, 2014, 03:48 PM IST
----------------------------------------------------------
তৃণমূল কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে পড়লেন বহরমপুর কেন্দ্রে কংগ্রেস প্রার্থী তথা সাংসদ অধীর চৌধুরী। আজ সকালে শক্তিপুর যাওয়ার পথে মানিক্যহারের কাছে অধীর চৌধুরীর গাড়ি আটকান তৃণমূল কংগ্রেস সমর্থকেরা। গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। বিক্ষোভের নেতৃত্ব দেন তৃণমূল নেতা হুমায়ুন কবীর।
অধীর চৌধুরী এলাকায় ঢুকলে সন্ত্রাসের বাতাবরণ তৈরি হবে বলে অভিযোগ করেন তিনি। যদিও তৃণমূলই এলাকা দখল করে ভোট লুঠ করতে চাইছে বলে পাল্টা অভিযোগ তুলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। ঘটনার প্রতিবাদে জেলাশাসকের দফতরে ধরনায় বসে জেলা কংগ্রেস।
কাল ভোট শান্তিপূর্ণ হবে না। ফের এই আশঙ্কা প্রকাশ করলেন অধীর চৌধুরী।