মেডিক্যাল রিপোর্টে সল্টলেকে গণধর্ষণের প্রমাণ, গ্রেফতার ৩, পলাতক ১

সল্টলেক গণধর্ষণের চব্বিশ ঘণ্টার মধ্যেই ''কেস ক্র্যাক। হাড়োয়া থেকে গ্রেফতার অভিযুক্ত তিন যুবক। আটক গাড়িটিও। ধৃত অর্ণব দে ও শুভেন্দু নাগ চৌবাগার বাসিন্দা।  অপর অভিযুক্ত সৌরভ বেরা  সায়েন্স সিটি এলাকার বাসিন্দা।

Updated By: May 31, 2016, 04:54 PM IST

ওয়েব ডেস্ক : সল্টলেক গণধর্ষণের চব্বিশ ঘণ্টার মধ্যেই ''কেস ক্র্যাক। হাড়োয়া থেকে গ্রেফতার অভিযুক্ত তিন যুবক। আটক গাড়িটিও। ধৃত অর্ণব দে ও শুভেন্দু নাগ চৌবাগার বাসিন্দা।  অপর অভিযুক্ত সৌরভ বেরা  সায়েন্স সিটি এলাকার বাসিন্দা।

সিসিটিভি ফুটেজ ও নির্যাতিতার বয়ানের ভিত্তিতে পুলিস নিশ্চিত হয় গাড়িতে চালক সহ ছিল মোট চার জন।  প্রত্যেকেই বাংলাভাষী। পুলিস জানতে পারে টাটাসুমোয় ছিল অভিযুক্তরা। গাড়িটি  সল্টলেকে তথ্য প্রযুক্তি সংস্থায়  ভাড়া খাটত। তিন মাস ধরে গাড়িটি চালাচ্ছিল শুভেন্দু। তবে, এই ঘটনায় জড়িত আরেক অভিযুক্ত সুব্রত ওরফে বাপ্পা এখনও পলাতক। তার খোঁজে তল্লাসি চালাচ্ছে পুলিস।

অন্যদিকে নির্যাতিতার মেডিক্যাল রিপোর্টে গণধর্ষণের প্রমাণ মিলেছে। অভিযুক্ত ও নির্যাতিতার জামা কাপড় ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আগামিকাল গাড়িটির ফরেন্সিক পরীক্ষা হবে। নির্যাতিতার খোওয়া যাওয়া আংটি ও কানের দুল উদ্ধার করা হয়েছে ধৃতদের কাছ থেকে।

.