রবিবার সূর্য ডুবিয়ে আলো ফেরার লড়াই নাইটদের

বাংলা বছরের শেষ দিনে আইপিএলে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। পরপর দুটো ম্যাচে হারের চাপ নিয়ে রবিবার ইডেন গার্ডেনে নামছে গৌতম গম্ভীরের দল। রবিবাসরীয় বিকালে সান রাইজার্স হায়দরাবাদের মুখোমুখি শাহরুখ খানের দল। বেঙ্গালুরুতে গেইলের তাণ্ডবলীলা নাইটদের মনোবল কিছুটা ভেঙে দিলেও ঘুরে দাঁড়াতে মরিয়া কিং খানের দল।

Updated By: Apr 13, 2013, 07:26 PM IST

বাংলা বছরের শেষ দিনে আইপিএলে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। পরপর দুটো ম্যাচে হারের চাপ নিয়ে রবিবার ইডেন গার্ডেনে নামছে গৌতম গম্ভীরের দল। রবিবাসরীয় বিকালে সান রাইজার্স হায়দরাবাদের মুখোমুখি শাহরুখ খানের দল। বেঙ্গালুরুতে গেইলের তাণ্ডবলীলা নাইটদের মনোবল কিছুটা ভেঙে দিলেও ঘুরে দাঁড়াতে মরিয়া কিং খানের দল।
রবিবারের ম্যাচে নাইটদের ভয়ের কারণ দুটো। প্রথমটা নিজেদের ব্যাটিং আর অন্যটা বিপক্ষের পেসার ডেল স্টেইনের ফর্ম। গম্ভীরের প্রথম একাদশে একটা পরিবর্তন প্রায় নিশ্চিত। প্রথম তিন ম্যাচে ব্যর্থ বিসলার জায়গায় দলে আসছেন ব্র্যানডাম ম্যাকালাম।
নাইট শিবিরে মনে করছে প্রথম দশ ওভারে উইকেট হাতে রেখে শেষের দিকে আক্রমণে যাওয়া। দলের সবচেয়ে বড় অস্বস্তির কারণ কালিসের রানের মধ্যেই না থাকা। সঙ্গে ওপেনারদের ব্যর্থতা, ভাল শুরু করেও গম্ভীরের মাঝপথে হারিয়ে যাওয়া, ফিনিশারের অভাবের মত সমস্যা তো আছেই। আর বোলিংয়ে সুনীল নারিনের ওপর নির্ভরতা কাটাতে বালাজিদের নিয়ে কাটলেন কোচ ট্রেভর বেলিস।
অন্যদিকে চার ম্যাচে তিনটে জয় পাওয়া সান রাইজার্সের মনোবল তুঙ্গে। সঙ্গাকারার দলের আসল শক্তি দলীয় সংহতি।

পিচ-- নারিনের জন্য পিচ ধীরগতির। স্পিনাররা সাহায়্য পাবেন। প্রথমে ব্যাট করলে ১৬০-১৬৫ রান উইনিং স্কোর হয়ে দাঁড়াবে।
ফর্ম গাইড-- নাইটরা তিন ম্যাচে দুটো হেরেছে। সান রাইজার্স চার ম্যাচে তিনটে জিতেছে।
শক্তি-- নাইট রাইডার্স-- সুনীল নারিন, ঘরের মাঠ, ব্যাটিং লাইন আপের তারকারা
সান রাইজার্স-- টিম স্পিরিট, অমিত মিশ্রর ফর্ম, ক্যামেরন হোয়াইট
দুর্বলতা-- নাইট রাইডার্স- খারাপ ব্যাটিং, দল নির্বাচন, নারিন নির্ভরতা
সান রাইজার্স-- ব্যাটিং লাইন আপ দারুণ নয়, ওপেনাররা ফর্মে নেই, ম্যাচ উইনার কম।
কারা কতটা এগিয়ে-- নাইট রাইডার্স ৫৭%, সান রাইজার্স ৪৩%

কার দিকে নজর রাখবেন-- নারিন, কালিস, স্টেইন, সঙ্গাকারা। তবে শাহরুখ মাঠে থাকলে শুধুই ওনার দিকে।
ম্যাচের চাবি কার হাতে-- স্পিনারদের হাতে।

পিচ-- নারিনের জন্য পিচ ধীরগতির। স্পিনাররা সাহায়্য পাবেন। প্রথমে ব্যাট করলে ১৬০-১৬৫ রান উইনিং স্কোর হয়ে দাঁড়াবে।
ফর্ম গাইড-- নাইটরা তিন ম্যাচে দুটো হেরেছে। সান রাইজার্স চার ম্যাচে তিনটে জিতেছে।
শক্তি-- নাইট রাইডার্স-- সুনীল নারিন, ঘরের মাঠ, ব্যাটিং লাইন আপের তারকারা
সান রাইজার্স-- টিম স্পিরিট, অমিত মিশ্রর ফর্ম, ক্যামেরন হোয়াইট
দুর্বলতা-- নাইট রাইডার্স- খারাপ ব্যাটিং, দল নির্বাচন, নারিন নির্ভরতা
সান রাইজার্স-- ব্যাটিং লাইন আপ দারুণ নয়, ওপেনাররা ফর্মে নেই, ম্যাচ উইনার কম।
কারা কতটা এগিয়ে-- নাইট রাইডার্স ৫৭%, সান রাইজার্স ৪৩%

কার দিকে নজর রাখবেন-- নারিন, কালিস, স্টেইন, সঙ্গাকারা। তবে শাহরুখ মাঠে থাকলে শুধুই ওনার দিকে।
ম্যাচের চাবি কার হাতে-- স্পিনারদের হাতে।

.