আইপিএলে আলো নিভল নাইটদের
ওয়াংখেড়ে যুদ্ধে নাইট রাইডার্সের বিরুদ্ধে টসে জিতে ব্যাট করছে মুম্বই ইন্ডিয়ন্স। সচিন তেন্ডুলকর ওপেন করতে নেমেছেন ডিয়ন স্মিথের সঙ্গে।
Updated By: May 7, 2013, 08:22 PM IST
মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ৬৫ রানে হেরে আইপিএল সিক্স থেকে ছিটকে গেল কেকেআর। আজ ওয়াংখেড়েতে প্রথমে ব্যাট করে ১৭০ রানের ইনিংস গড়ে মুম্বই। জবাবে ১০৫ রানেই শেষ হয়ে যায় কলকাতার ইনিংস।
আইপিএলে মুম্বইয়ে সচিন তেন্ডুলকর যখন ঝড় তোলা শুরু করেন আলো নিভে গিয়ে খেলা সাময়িক বন্ধ হয়ে যায় ম্যাচ। নবম ওভারে এই বিপত্তি বাধে। খেলা বন্ধ হওয়ার কিছুক্ষণ আগেই রায়ান ম্যাকলারেনের এক ওভারে পরপর পাঁচটা বাউন্ডারি মারেন সচিন তেন্ডুলকর।
হঠাত্ই একটি টাওয়ারের আলো নিভে যায়। এর জেরে প্রায় কুড়ি মিনিট খেলা বন্ধ থাকে। মাঠে পর্যাপ্ত আলো না থাকায় আম্পায়াররা খেলা সাময়িক বন্ধ রাখেন। টাওয়ারটির আলো জ্বলার পর ফের খেলা শুরু হয়।
Tags: