দ্বিতীয় ডোজের ৬ মাস পরেই বুস্টার ডোজের সঠিক সময়, জানালেন ডঃ কৃষ্ণ এল্লা

এল্লা আরও জানিয়েছেন যে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার তা সরকারই নেবে।

Updated By: Nov 11, 2021, 08:30 AM IST
দ্বিতীয় ডোজের ৬ মাস পরেই বুস্টার ডোজের সঠিক সময়, জানালেন ডঃ কৃষ্ণ এল্লা

নিজস্ব প্রতিবেদন: হায়েদ্রাবাদে অবস্থিত ভারত বায়োটেকের প্রতিষ্ঠাতা এবং MD ডঃ কৃষ্ণ এল্লা বুধবার জানিয়েছেন করোনা ভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার ছয় মাস পরে বুস্টার ডোজ নেওয়ার আদর্শ সময়। 

এল্লা আরও জানিয়েছেন যে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার তা সরকারই নেবে। ভারত বায়োটেকের তৈরি টিকা যা নাকের মাধ্যমে নেওয়া সম্ভব, সেই বিষয়ে তিনি বলেন এ ইটিকার দ্বিতীয় ভাগের পরীক্ষা হয়ে গেছে। বর্তমানে এই পরীক্ষার ফলাফলকে বিশ্লেষণ করা হচ্ছে। আগামি ৩-৪ মাসেই এই টিকা পাওয়া যাবে বলে তিনি মনে করছেন। এছারাও তিনি জানিয়েছেন যে ভারত বায়োটেক সরকারের সঙ্গে কথা বলছে যাতে Cowin ব্যাবহার করে ক্লিনিকাল ট্রায়াল করা যায়। 

আরও পড়ুন: 7th Pay Commission: ছট পুজোয় কিছু সরকারি কর্মচারীর ডিএ বৃদ্ধি হচ্ছে ৯%, দেখে নিন আপনিও পাবেন কিনা

এল্লা আরও জানিয়েছেন যে এই নাকের মাধ্যমে নেওয়ার যে নতুন টিকা তা কোভ্যাকসিনের দ্বিতীয় ডোজের পরিবর্তে নেওয়া যাবে এবং যেসব মানুষ আগে আক্রান্ত হয়েছেন তাদেরকে রক্ষা করার ক্ষেত্রেও ব্যাবহার করা যাবে। এরই সঙ্গে এল্লা আরও জানিয়েছেন যে ইঞ্জেকশনের মাধ্যমে দেওয়া টিকা ফুসফুসের উপরিভাগে পৌঁছায় না। কিন্তু নাকের মাধ্যমে নেওয়া টিকা এই অংশে পৌঁছাতে পারে। ফলে নাকের মাধ্যমে টিকা নেওয়া মানুষ মাস্ক ব্যবহার না করেই চলতে পারবেন।

এল্লা জানিয়েছেন যে নরেন্দ্র মোদি ভারতে তৈরি কোভ্যাকসিন নেওয়ার পরেই বহু মানুষ এই টিকা কে বিজেপির টিকা এবং মোদি টিকা বলেছেন এরফলে কোভ্যাকসিনের সম্পর্কে জনগনের মনে নেতিবাচক প্রভাব পরেছে বলে মনে করেন তিনি।          

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)     

.