সরকারি পরিসংখ্যান থেকে Covid-19 এ মৃত্যু হার অনেক বেশি দেশে, দাবি রিপোর্টে
সঠিক তথ্য প্রকাশ করা হয়নি পরিসংখ্যানে, এমনটাই দাবি।
নিজস্ব প্রতিবেদন: ২০১৯ এর শেষেই ছড়িয়ে পড়েছিল করোনাভাইরাস। ২০২০ এর মাঝামাঝি তা রূপ নেয় অতিমারীতে। এখনও পর্যন্ত গোটা বিশ্বে ৫০ লক্ষেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে, এমনটাই বলা হয়েছে প্রকাশিত রিপোর্টে। যদিও এই মৃত্যুহার সরকারি প্রতিবেদন অনুযায়ী। কিন্তু রিপোর্টে বলা হয়েছে এই মৃত্যু হার আদতে অনেক বেশি। সঠিক তথ্য প্রকাশ করা হয়নি পরিসংখ্যানে, এমনটাই দাবি।
নেচার জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, "এই বিষয়ে সরকারি পরিসংখ্যানের তথ্য ত্রুটিপূর্ণ। বিজ্ঞানীরা তা খুঁজে পেয়েছেন। ১০০টিরও বেশি তথ্য বিশ্লেষণ করে দেখা গিয়েছে তা সঠিক তথ্য প্রকাশ করছে না। মৃত্যুর বিষয়ে নির্ভরযোগ্য পরিসংখ্যান প্রকাশিত হয়নি। অনেকসময় সময়মতোও রিপোর্ট প্রকাশ হয় না।" ভারত-সহ কয়েকটি দেশ আসল মৃত্যুর তথ্য আড়াল করার চেষ্টা করছে, এই অভিযোগও আনা হয়েছে। বিশ্বের দরবারে ভাবমূর্তি বাঁচাতে এবং সমালোচনা এড়াতে এই কাজ করছে দেশগুলি, এমনটাই দাবি৷
আরও পড়ুন, Coronavirus: দেশে বেলাগাম সংক্রমণ, এই প্রথম একদিনে আক্রান্ত পেরোল ৩ লক্ষ
নেচারে প্রকাশিত প্রতিবেদনটি লন্ডনের দ্য ইকোনমিস্ট ম্যাগাজিনের মেশিন লার্নিং পদ্ধতিকে বিবেচনা করে দেখেছে। সেই পদ্ধতি অনুযায়ী, উল্লেখ করা হয়েছে যে ডেটা সংগ্রহে সমস্যা রয়েছে। পাশাপাশি প্রকৃত মৃত্যুর সংখ্যা সরকারী কোভিড ডেটার থেকে দুই থেকে চার গুণ বেশি হতে পারে।
বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক যে রিপোর্ট প্রকাশ করেছে দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ১৭ হাজার ৫৩২ জন। যা আগের দিনের থেকে প্রায় ৩৫ হাজার বেশি। সংক্রমণে মহারাষ্ট্র, কেরল, কর্ণাটক, তামিলনাড়ু, অসম, বাংলার পরিস্থিতি সবচেয়ে উদ্বেগের। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশের পটিজিভিটি রেট আরও বেড়ে হয়েছে ১৬.৪১ শতাংশ। সাপ্তাহিক পজিটিভিটি রেট হয়েছে ১৬.০৬ শতাংশ।