HMPV Outbreak: ছড়িয়ে পড়ছে ক্রমশ, আবার সন্ত্রস্ত বিশ্ব! ভাইরাসই কি মারবে মানুষ...
HMPV cases surge: HMPV কেস বাড়ছে, ২০২৪ সালে ৩২৭ টি রিপোর্ট করা হয়েছে, ২০২৩ সালে করা ২২৫ কেসের থেকে ৪৫% বৃদ্ধি পেয়েছে। তবে সবচেয়ে বেশি প্রভাবিত হতে পারে, পাঁচ বছরের কম বয়সী শিশু, বিশেষ করে শিশু। বয়স্ক প্রাপ্তবয়স্কদের, বিশেষ করে যারা ৬৫ বছরের বেশি।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হিউম্যান মেটানিউমো ভাইরাস (এইচএমপিভি)। করোনার বছরপাঁচেক পর ফের এক নতুন ভাইরাসের ভ্রুকুটি। দ্রুত ছড়াচ্ছে সংক্রমণ। এবং ফের সেই চিন। উপসর্গ প্রায় করেনাার মতোই। সেই শ্বাসকষ্ট, মাস্ক, স্যানিটাইজার ফিরেছে শি জিং পিংয়ের দেশে। হিউম্যান মেটানিউমো ভাইরাস এর সংক্রমণ হলে সাধারণভাবে সর্দি হয়, বারবার নাক বন্ধ হয়ে যেতে পারে, প্রচুর কফ উঠতে পারে।
আরও পড়ুন, Human Metapneumovirus | HMPV: করোনার ৫ বছর পরে ফের এক ভয়ংকর ভাইরাসের ভীতিতে কাঁপছে বিশ্ব...
তবে গুরুতর ক্ষেত্রে ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়া হতে পারে। মালয়েশিয়ায় HMPV কেস বাড়ছে, ২০২৪ সালে ৩২৭ টি রিপোর্ট করা হয়েছে, ২০২৩ সালে করা ২২৫ কেসের থেকে ৪৫% বৃদ্ধি পেয়েছে। এই ভাইরাসের সাধারণ সর্দি-কাশির মতো উপসর্গ, তবে গুরুতর শ্বাসকষ্টের কারণ হতে পারে কখনও। প্রতিরোধমূলক ব্যবস্থা, যেমন হাত ধোয়া এবং মাস্ক পরা, বিস্তার না হওয়ার সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।
স্ট্রেইটস টাইমস অনুসারে, এরকম পরিস্থিতিতে নিজের দেশে বেশকিছু গাইডলাইন জারি করেছে মালয়েশিয়া সরকার। সে দেশের স্বাস্থ্যমন্ত্রক জনসাধারণকে সাবান দিয়ে ঘন ঘন হাত ধোয়া, মুখের মাস্ক পরা এবং কাশি বা হাঁচির সময় মুখ ও নাক ঢেকে রাখা-সহ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানিয়েছে।স্বাস্থ্যমন্ত্রক, "জনসাধারণকে সক্রিয়ভাবে তাদের স্বাস্থ্যের যত্ন নেওয়ার এবং অন্যদের সংক্রমণ প্রতিরোধ করার পরামর্শ দেওয়া হচ্ছে, বিশেষ করে ঘেরা এবং জনাকীর্ণ এলাকায়। এর মধ্যে ঝুঁকিপূর্ণ দেশগুলিতে ভ্রমণের পরিকল্পনা করা ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।"
এইচএমপিভিতে সব বয়সের মানুষ সংক্রমিত হতে পারে, তবে সবচেয়ে বেশি প্রভাবিত হতে পারে, পাঁচ বছরের কম বয়সী শিশু, বিশেষ করে শিশু। বয়স্ক প্রাপ্তবয়স্কদের, বিশেষ করে যারা ৬৫ বছরের বেশি। দুর্বল ইমিউন সিস্টেম বা হাঁপানি বা সিওপিডির মতো দীর্ঘস্থায়ী শ্বাসযন্ত্রের অবস্থার মানুষ।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)