ভোটগ্রহণের শুরু থেকেই সন্ত্রাসের অভিযোগ

ভোটগ্রহণের শুরু থেকেই সন্ত্রাসের অভিযোগ

Updated By: Apr 30, 2014, 09:51 AM IST

খবর একঝলকে

# মঙ্গলকোট, কেতুগ্রামে সন্ত্রাস, হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অধিকাংশ বুথে নেই বিরোধী এজেন্ট। 'তৃণমূল ভোট পরিচালনা করছে'। অভিযোগ বিরোধী দলগুলির। 'যতগুলি স্পর্শকাতর বুথ রয়েছে সেই তুলনায় নেই কেন্দ্রীয় বাহিনী। বলছে স্থানীয় পুলিস কর্তারা।

# হাওড়ার অভিযোগ। বাম এজেন্টদের বের করার অভিযোগ। জগৎবল্লভপুর ইসলামপুরের ২টি বুথ, ২৫৬, ২৫৭ নং বুথে হামলার অভিযোগ। পাঁচলার বেনডুবিতে হামলা। বাম-কংগ্রেস এজেন্টদের মারধর। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ।

# বোলপুরে বুথ দখলের অভিযোগ। ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ। কুষ্টিকুড়ি, মাকরা গ্রামে বুথ দখলের ২টি বুথ দখলের অভিযোগ। অভিযোগ। অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। অভিযোগ সিপিআইএমের।

.