ফের বিয়ে করছেন ৬৩ বছরের জিনাত আমান
৬৩-তে পা দিলেন বলিউডের চিরসবুজ অভিনেত্রী। আর জন্মদিনে নিজের ইচ্ছার কথা জানাতে গিয়ে জিনাত বললেন, তিনি নতুন করে প্রেমে করতে তৈরি। এবং অবশ্যই ফের বিয়ে করতে চান।
Updated By: Nov 19, 2014, 06:18 PM IST
ওয়েব ডেস্ক: ৬৩-তে পা দিলেন বলিউডের চিরসবুজ অভিনেত্রী। আর জন্মদিনে নিজের ইচ্ছার কথা জানাতে গিয়ে জিনাত বললেন, তিনি নতুন করে প্রেমে করতে তৈরি। এবং অবশ্যই ফের বিয়ে করতে চান।
বলিউডের প্রথম ডিভা গার্ল বলেন, এই কতগুলো বছর আমি আমার দুই ছেলে আজান আর জাহানের দিকে সম্পূর্ণ মনোযোগ দিয়েছি। এ বার আমার বিয়ে করার সময় হয়েছে। ছেলে আরও একটু একটু গুছিয়ে নেব।
১৯৯৮ সালে তাXর দুই সন্তানের পিতা মাজহার খানের মারা যান। এরপর থেকে মিডিয়ার সামনে সেভাবে মুখ খোলননি জিনাত। শেষবার জিনা আমানকে দেখা যায় ২০০৮ সালে আগলি পাগলি নামক একটি সিনেমায়।
Tags: