চলে গেলেন 'ম্যাটিনি আইডল' বিনোদ খান্না

এবার আর গুজব নয়। সত্যি সত্যিই চলে গেলেন বিখ্যাত অভিনেতা তথা রাজনীতিক বিনোদ খন্না। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন তিনি।

Updated By: Apr 27, 2017, 12:36 PM IST
চলে গেলেন 'ম্যাটিনি আইডল' বিনোদ খান্না

ওয়েব ডেস্ক : এবার আর গুজব নয়। সত্যি সত্যিই চলে গেলেন বিখ্যাত অভিনেতা তথা রাজনীতিক বিনোদ খন্না। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন তিনি।

৩১ মার্চ থেকে হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন এই বিখ্যাত অভিনেতা। সেইসময়ই পরিবারের সঙ্গে তাঁর একটি ছবি ঘিরে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে পড়ে। বলিউডের 'মোস্ট হ্যান্ডসাম' অভিনেতা হিসেবে কদর ছিল বিনোদ খান্না। তাঁকে বলা হত 'ম্যাটিনি আইডল'। বিনোদ খন্নার প্রয়াণে গোটা বলিউড জুড়ে এখন শোকের ছায়া। শোকস্তব্ধ তাঁর অসংখ্য অনুরাগী।

১৯৬৮-তে বলিউডে আত্মপ্রকাশ। তাঁর ঝুলিতে রয়েছে 'মেরে আপনে','ইনসাফ','অমর আকবর অ্যান্টনি'-র মত ১৪০টি ছবি। শেষ অভিনীত ছবি ২০১৫ সালে 'দিলওয়ালে'। অভিনয় জীবনের সায়াহ্নে রাজনীতির আঙিনায় আত্মপ্রকাশ করেন তিনি। পঞ্জাবের গুরুদাসপুর থেকে সাংসদ ছিলেন এই কিংবদন্তী অভিনেতা।

আরও পড়ুন, দুরারোগ্য ক্যানসারে ভুগছেন প্রখ্যাত অভিনেতা ও সাংসদ বিনোদ খান্না

.