রংবেরংয়ের বিকিনি পরে হাজির হাঙরের কাছে, ভাইরাল ঊর্বশীর মলদ্বীপের ভিডিয়ো
ঊর্বশী রউতেলার সেই ছবি প্রকাশ্যে আসতেই হু হু করে তা ছড়িয়ে পড়ে
নিজস্ব প্রতিবেদন: বলিউড থেকে বিরতি নিয়ে মলদ্বীপে পাড়ি দিলেন ঊর্বশী রউতেলা। সমুদ্র ও সৈকতের কাছকাছি গিয়ে সেখানে অবসর সময় কাটাতে শুরু করেছেন ঊর্বশী। মলদ্বীপে পা দিয়েই সবজ কখনও সবুজ আবার কখনও গোলাপি রঙের বিকিনি পরে ছবি শেয়ার করলেন বলিউডের এই অভিনেত্রী। ঊর্বশী রউতেলার সেই ছবি প্রকাশ্যে আসতেই হু হু করে তা ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন : বিয়ে করছেন অনুষ্কা শেঠি! কার সঙ্গে গাঁটছড়া বাঁধছেন 'বাহুবলি' নায়িকা
দেখুন ঊর্বশী রউতেলার সেই ছবি...
সম্প্রতি মুক্তি পায় পাগলপন্থি। এই সিনেমায় জন আব্রাহাম, ইলিয়ানা ডিক্রুজ, অনিল কাপুর, পুলকিত সম্রাট এবং কৃতি খারবান্দার সঙ্গে স্ক্রিন শেয়ার করেন ঊর্বশী। যদিও বক্স অফিসে সেভাবে সাফল্য পায়নি এই সিনেমা। তবে পাগলপন্থির পর বলিউডের কোন পরবর্তী প্রজেক্টের সঙ্গে যুক্ত উর্বশী রউতেলা, সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি।
আরও পড়ুন : বিকিনিতে তানিশা, জন্মদিনে খোলামেলা পোশাকে ভাইরাল কাজলের বোনের ছবি
এদিকে সম্প্রতি ফিল্মফেয়ারে হাজির হয়ে খোলামেলা পোশাক পরে আক্রমণের মুখে পড়েন ঊর্বশী রউতেলা। বলিউড অভিনেত্রীর এই ধরনের পোশাকের জন্য ঋষভ পন্থের সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়ে গিয়েছে বলে কটাক্ষ করতে শুরু করেন নেটিজেনদের একাংশ। যদিও কটাক্ষের মুখে পড়েও এ বিষয়ে পালটা কোনও মন্তব্য করেননি ঊর্বশী রউতেলা।