কাঁচা বাদাম খ্যাত ভুবন বাদ্যকরের পর এবার ভাইরাল লেবুর সরবত বিক্রেতার গান, দেখুন ভিডিও
এবার সোশ্যাল মিডিয়ায়(Social Media) ভাইরাল এক লেবুর সরবত বিক্রেতার(Nimbu Pani Vendor) ভিডিও। তাঁর লেমনেড বিক্রির স্টাইল বেশ মজাদার।
নিজস্ব প্রতিবেদন: প্রায়শই আমরা রাস্তাঘাটে আমাদের আশেপাশে বেশ কিছু হকারকে দেখতে পাই যাঁরা নিজেদের প্রোডাক্ট বিক্রির জন্য কখনও মুখে ছড়া কাটেন কেউ আবার গান বাঁধেন। এরকমই বাদাম বিক্রির জন্য গান বেঁধেছিলেন ভুবন বাদ্যকর(Bhuban Badyakar)। সেই গানই বদলে দিয়েছে তাঁর জীবন। সাধারণ বাদাম বিক্রেতা থেকে তিনি এখন সোশ্যাল মিডিয়ায় তারকা। তাঁর কাঁচা বাদাম গান(Kacha Badam Song) ছড়িয়ে পড়েছে দেশে বিদেশে। এবার তাঁর মতোই আরেকজনের গান ভাইরাল(Viral) সোশ্যাল মিডিয়ায়।
এবার সোশ্যাল মিডিয়ায়(Social Media) ভাইরাল এক লেবুর সরবত বিক্রেতার(Nimbu Pani Vendor) ভিডিও। তাঁর লেমনেড বিক্রির স্টাইল বেশ মজাদার। লেবুর সরবত বানাতে বানাতে নানারকম স্টান্ট দেখাচ্ছেন তিনি। সঙ্গে ক্রেতাদের এন্টারটেইন করতে গাইছেন মজাদার গানও। গানের প্রথম লাইন,'বাকি লেবু আমি পরে ব্যবহার করব'। এরপর নাটকীয়ভাবে সোডার বোতল খোলেন, তারপর গেয়ে ওঠেন 'একবার পান করবে তো বারবার চাইবে নিম্বু পানি, দুদিন তেষ্টা পাবে না।' লেমনেড বানাতে বানাতেই ঐ সরবতে ব্য়বহৃত উপকরণ সম্পর্কে বলেন ঐ বিক্রেতা এবং গরমে তা কেন উপকারী তাও জানান তিনি।
গৌরব সাগর নামে এক ব্যক্তি ইনস্টাগ্রামে পোস্ট করেন সেই ভিডিও। এরপরেই ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। এযাবৎ ৯ লক্ষ নেটিজেন লাইক করেছে ভিডিওটি। ঐ ভিডিও দেখে হেসে খুন নেটদুনিয়া। তাঁর কনফিডেন্সে অবাক নেটিজেনরা। বেশ অনেকেই তাঁকে কাঁচা বাদাম খ্যাত ভুবনের সঙ্গে তুলনা করেছেন।