Udit Narayan: ডিভোর্স ছাড়াই ফের বিয়ে, খোরপোশেও অনীহা! 'চুমু' উদিতের বিরুদ্ধে মামলা প্রথম স্ত্রীর...

Udit Narayan Kissing Row: চুমুকাণ্ডের পর এবার আইনি জটিলতায় জড়ালেন উদিত নারায়ণ। একগুচ্ছ অভিযোগ নিয়ে উদিতের বিরুদ্ধে মামলা দায়ের করলেন তাঁর প্রথম স্ত্রী রঞ্জনা ঝা। খোরপোশ দেননি, এমনকী মুম্বই গেলে তাঁর পিছনে দুষ্কৃতিকারী পাঠানো হয় বলেই অভিযোগ স্ত্রীর। 

Updated By: Feb 24, 2025, 03:08 PM IST
Udit Narayan: ডিভোর্স ছাড়াই ফের বিয়ে, খোরপোশেও অনীহা! 'চুমু' উদিতের বিরুদ্ধে মামলা প্রথম স্ত্রীর...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কনসার্টে তরুণীর ঠোঁটে চুমু খেয়ে ভয়ংকর বিতর্কের মুখে পড়েছিলেন উদিত নারায়ণ (Udit Narayan)। সোশ্যাল মিডিয়া ঘিরে উঠেছিল ঝড়। সেই বিতর্ক কিছুটা থিতিয়ে যেতেই এবার আইনি বিপাকে জড়ালেন গায়ক। তাঁর বিরুদ্ধে খোরপোশ সংক্রান্ত অভিযোগ এনে মামলা করেছেন উদিত নারায়ণের প্রথম স্ত্রী রঞ্জনা ঝা। সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগও উঠল গায়কের বিরুদ্ধে। 

প্রথম স্ত্রীর অভিযোগের ভিত্তিতে গত ২১ ফেব্রুয়ারি বিহারের সুপৌল পারিবারিক আদালতে হাজিরা দিয়েছিলেন উদিত নারায়ণ। তবে তিনি এই অভিযোগের মীমাংসার পরিবর্তে রঞ্জনার বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনেছেন। গায়কের দাবি, রঞ্জনা তাঁর থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছেন। ইতোমধ্যেই বিহারের মহিলা কমিশনেও তার বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছিল। তবে তখনই সেই মামলার নিষ্পত্তি হয়ে যায়। কারণ তখন দু-পক্ষ মীমাংসার পথে হেঁটেছিলেন।

আরও পড়ুন- Kanchan-Sreemoyee in Mahakumbh: রচনার পর এবার মহাকুম্ভে কাঞ্চন-শ্রীময়ী, সঙ্গমে ডুব দিয়েই বললেন...

প্রথম স্ত্রী রঞ্জনা ঝাকে আগে প্রতি মাসে ১৫ হাজার টাকা দিতেন উদিত। ২০২১ সালে সেই অঙ্ক বেড়ে দাঁড়ায় ২৫ হাজার। এছাড়াও প্রথম স্ত্রীকে চাষের জন্য একটি জমিও দিয়েছিলেন উদিত নারায়ণ। সঙ্গে দিয়েছিলেন ১ কোটির একটি বাড়ি এবং ২৫ লক্ষ টাকাক গয়না। এসবই সেসময় জেনেছিল মহিলা কমিশন। যদিও সেই গয়না নাকি বিক্রি করে দেন রঞ্জনা ঝা। 

এদিকে রঞ্জনা ঝা তাঁর আইনজীবীর মাধ্যমে জানিয়েছিলেন, তিনি তার বাকি জীবনটা উদিত নারায়ণের সঙ্গেই থাকতে চান। বার্ধক্য ও শারীরিক অসুস্থতার কারণেই এই ইচ্ছে প্রকাশ করেছিলেন তিনি। আদালতের বাইরে সংবাদ-মাধ্যমের কাছে রঞ্জনা অভিযোগ করেন, তাঁর গায়ক স্বামী তাঁকে উপেক্ষা করছেন। এমনকী তাঁর জমি বিক্রির টাকা থেকে ১৮ লক্ষ নিজের কাছে রেখে দিয়েছেন। এখানেই শেষ নয়, রঞ্জনার অভিযোগ ছিল তিনি মুম্বই গেলে তাঁর পিছনে দুষ্কৃতিকারী পাঠানো হয়। 

আরও পড়ুন- Actor Shot at home: সইফকাণ্ডের ছায়া! নিজের বাড়িতেই গুলিবিদ্ধ ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা, গুরুতর আহত স্ত্রী...

প্রসঙ্গত, ১৯৮৫ সালে দীপা গহত্রাজকে বিয়ে করেছিলেন উদিত নারায়ণ। তিনিও একজন গায়িকা। দীপা আদপে নেপালের মেয়ে, তিনি মুম্বই এসেছিলেন গায়িকা হতেই। সেই সূত্র ধরেই তাঁর সঙ্গে আলাপ হয় উদিতের। বিয়ের পরবর্তী সময়ে তাঁদের এক সন্তানও হয়, যার নাম আদিত্য নারায়ণ। তিনিও বর্তমানে বলিউডের সুপ্রতিষ্ঠিত গায়ক এবং সঞ্চালক। জানা যায় যে মুম্বই আসার আগে, প্রতিষ্ঠিত হওয়ার আগে রঞ্জনাকে বিয়ে করেছিলেন উদিত নারায়ণ। ১৯৮৪ সালেই নাকি তাঁদের বিয়ে হয়। তবে মুম্বইয়ে এসে তাঁকে ভুলে দ্বিতীয় বিয়ে করেছিলেন উদিত। রঞ্জনার দাবি, উদিত তাঁকে ডিভোর্স দেননি, এমনকি দ্বিতীয় বিয়ের কথা জানানওনি। এমনকী রঞ্জনার অভিযোগ ছিল, তিনি মুখ খুললে তাঁর কাছে আত্মহত্যা করার হুমকিও নাকি দিতেন উদিত। তবে ২০০৬ সালে প্রথমবার উদিত নারায়ণের সঙ্গে তাঁর বিয়ের বিষয়টি সামনে আনেন রঞ্জনা। এবার উদিতের সঙ্গে থাকার ইচ্ছে প্রকাশ করছেন রঞ্জনা। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.