Udit Narayan: উদিত নারায়ণের অ্যাপার্টমেন্টে বিধ্বংসী আগুন, মৃত ১, কেমন আছেন গায়ক?
Udit Narayan: সোমবার রাত ৯টার দিকে প্রখ্যাত গায়ক উদিত নারায়ণের অ্যাপার্টমেন্টে আচমকাই আগুন লেগে যায়। বৈদ্যুতিক যন্ত্রপাতির শর্ট সার্কিট থেকে আগুন লাগে, এমনটাই খবর। সেই ঘটনায় প্রাণ হারান এক ব্যক্তি। উদিত মঙ্গলবার জানান পরিস্থিতির কথা।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কিছুদিন আগেই গায়ক শান যে বহুতলে থাকেন সেই অ্যাপার্টমেন্টের একটি ফ্লোরে ভয়াবহ আগুন লেগেছিল। এবার সেই একই ঘটনা ঘটেছে উদিত নারায়ণের (Udit Narayan) বাড়িতে। মুম্বইয়ের আন্ধেরির শাস্ত্রী নগরের স্কাইপ্যান নামক অভিজাত আবাসনে থাকেন উদিত নারায়ণ। সোমবার রাত ৯টার দিকে প্রখ্যাত গায়ক উদিত নারায়ণের সেই অ্যাপার্টমেন্টে আচমকাই আগুন লেগে যায়।
আরও পড়ুন- Oscars 2025: অস্কারের দৌড়ে বাংলা ছবি 'পুতুল'! 'অনেক কষ্ট করে বানানো', আবেগে ভাসলেন ইন্দিরা...
সূত্রের খবর, বৈদ্যুতিক যন্ত্রপাতির শর্ট সার্কিট থেকে আগুন লাগে। আবাসনের তরফেই এই আগুন লাগার খবর পৌঁছে দেওয়া হয় ফায়ার ব্রিগেডে। তড়িঘড়ি ঘটনাস্থলে জরুরি ভিত্তিতে পৌঁছোন দমকলকর্মীরা। তবে এক প্রত্যক্ষদর্শীর দাবি, ১১ তলায় একটি বাড়িতে প্রদীপ জ্বালানো হয়েছিল। সেখান থেকেই পর্দায় আগুন ধরে যায়। তবে যতক্ষণে নিরাপত্তারক্ষীদের জানানো হয়, ততক্ষণে আগুন ছড়িয়ে পড়েছে।
অ্যাপার্টমেন্টের ১১ তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ভয়াবহ অগ্নিকাণ্ডে অ্যাপার্টমেন্টটি ধোঁয়ায় ছেয়ে গিয়েছিল। দীর্ঘক্ষণের চেষ্টায় দমকলকর্মীরা আগুন নেভাতে সক্ষম হন। এই বিল্ডিংয়ের ৯ তলায় পরিবারের সঙ্গে থাকেন উদিত। এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি। ওই বহুতলের ১১ তলাতেই থাকতেন তিনি। অগ্নিকাণ্ডে গুরুতর জখম হয়েছিলেন তিনি। তড়িঘড়ি তাঁকে কোকিলাবেন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। মৃতের নাম রাহুল মিশ্র। এই ঘটনায় সঙ্গীতশিল্পী উদিত নারায়ণ বলেন, তিনি ও তাঁর পরিবার ঠিক আছেন। 'ভয়ংকর রাত ছিল। এখনও জানি না কী থেকে আগুন লাগে? পরিস্থিতি খুবই খারাপ ছিল', জানান উদিত।
সম্প্রতি জনপ্রিয় গায়ক শানের বাড়িতে বিধ্বংসী আগুন লাগে। ভোররাতে গায়কের মুম্বইয়ের ফ্ল্যাটে আচমকাই আগুন লাগে। ওই ফ্ল্যাটের বারো তলায় সঙ্গীতশিল্পীর ফ্ল্যাট। সেখানের সাত'তলার জানলা দিয়ে গলগল করে ঘন কালো ধোঁয়ায় ভরে যায় এলাকা। ঘটনার খবর পেয়ে তত্ক্ষণাত্ সেখানে ছুটে যায় দমকল বাহিনী। ঘটনায় সময় নিজের ওই বাড়িতেই আটকে সঙ্গীতশিল্পী ও তাঁর পরিবার। ওই অ্যাপার্টমেন্টে ১১ তলায় থাকেন গায়ক শান। সাত তলায় আগুন লাগায় তাঁরা গিয়ে ১৪ তলায় আশ্রয় নিয়েছিলেন। তবে তাঁর পরিবারের কোনও ক্ষয়ক্ষতি হয়নি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)