`বেঙ্গল লিডস` নিয়ে হাজির বলিউডের বাদশা

পশ্চিমবঙ্গের পর্যটনের প্রচারে এবার পর্দায় আবির্ভূত হলেন বাংলার `ব্র্যান্ড অ্যাম্বাসাডার` শাহরুখ খান। শনিবার আত্মপ্রকাশ করল বাংলার পর্যটন নিয়ে কিং খানের `প্রমোশনাল` ছবি `বেঙ্গল লিডস`।

Updated By: Sep 30, 2012, 11:38 AM IST

পশ্চিমবঙ্গের পর্যটনের প্রচারে এবার পর্দায় আবির্ভূত হলেন বাংলার `ব্র্যান্ড অ্যাম্বাসাডার` শাহরুখ খান। শনিবার আত্মপ্রকাশ করল বাংলার পর্যটন নিয়ে কিং খানের `প্রমোশনাল` ছবি `বেঙ্গল লিডস`।
গত বছর কলকাতা চলচ্চিত্র উৎসবের সময় শাহরুখ কে পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হওয়ার প্রস্তাব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। শাহরুখ সেই প্রস্তাব গ্রহণ করেন। তখনই ঠিক হয় পশ্চিমবঙ্গের পর্যটনকে ভারতের অন্য প্রান্ত তথা বিশ্বের পর্যটন মানচিত্রে আরও ভালো করে তুলে ধরার জন্য কলকাতা নাইট রাইডারের মালিক কে নিয়ে তৈরী হবে প্রমোশনাল ফিল্ম। সেই ছবিই পুজোর ঠিক আগে চলে এলো সবার সামনে।
দার্জিলিং থেকে দীঘা, শান্তিনিকেতন থেকে সুন্দরবন, ডুয়ার্স থেকে বাঁকুড়ার টেরাকোটা মন্দির উঠে এসেছে এই ছবিটিতে। বাংলার বিভিন্ন প্রান্তের ঐতিহ্যের নাচকেও স্থান দেওয়া হয়েছে এতে। নেপথ্যে শাহরুখের কন্ঠে শোনা গিয়েছে "দেয়ার ইস সমথিং স্পেশাল অ্যাবাউট বেঙ্গল``।
এই `প্রমোশনাল ফিল্ম` টি পরিচালনা করেছেন জাতীয় পুরস্কার বিজয়ী পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী। সুর দিয়েছেন শান্তনু মৈত্র।

.