আমাকে 'সংস্কারি ভিলেন' করেছেন রাজ্যবর্ধন রাঠৌর, মন্তব্য ক্ষুব্ধ নিহালনির

Updated By: Aug 15, 2017, 08:27 PM IST
আমাকে 'সংস্কারি ভিলেন' করেছেন রাজ্যবর্ধন রাঠৌর, মন্তব্য ক্ষুব্ধ নিহালনির

ওয়েব ডেস্ক: আমাকে 'সংস্কারি ভিলেন' করে তুলেছেন রাজ্যবর্ধন সিং রাঠৌর (প্রাক্তন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী), এভাবেই নিজের ক্ষোভ উগরে দিলেন সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের (সিবিএফসি) সদ্য পদচ্যুত চেয়ারম্যান পহেলাজ নিহালনি। এর পরেই পহেলাজ আরও বলেন যে, আমার কাজ রাজ্যবর্ধন সিং রাঠৌর অনুমোদন করতেন, কিন্তু যখন অভিনেতা বা পরিচালকদের সঙ্গে দেখা হত তখন তিনি নিজের সম্পূর্ণ ভিন্ন ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা করতেন তাঁদের সামনে। 'হিন্দুস্থান টাইমস'কে দেওয়া একটি সাক্ষাতকারে এমনটাই দাবি করেছেন প্রাক্তন সিবিএফসি চেয়ারম্যান।

এদিকে, সম্প্রতি 'যব হ্যারি মেট সেজল' ছবিতে 'ইন্টারকোর্স' শব্দটি ছাঁটার হুকুম দিয়েছিল সিবিএফসি। অথচ, বাংলা ছবি 'ধনঞ্জয়'-এর ক্ষেত্রে ওই একই শব্দ বাদ দেওয়া হয়নি, এই দ্বিচারিতা নিয়ে পহেলাজ নিহালনিকে প্রশ্ন করা হলে তিনি বলেন, সেন্সর বোর্ড (সিবিএফসি) খুবই বিভ্রান্ত একটি সংগঠন। সেন্সর বোর্ডের আরও প্রগতিশীল নির্দেশিকা প্রয়োজন। সব মিলিয়ে পদচ্যুত হওয়ার পর থেকেই চড়া মেজাজে রয়েছেন নিজেকে একদা 'মোদীর ভক্ত' বলে চিহ্নিত করা নিহালনি।

.