Pornography Case:'শার্লিন ও পুনম নিজেরাই অ্যাডাল্ট ভিডিও বানিয়ে বেচেছেন', দাবি রাজের
বম্বে হাইকোর্টে আগাম জামিনের আবেদনে এই দাবি করেছেন রাজ কুন্দ্রা।
নিজস্ব প্রতিবেদন: পর্নোগ্রাফি মামলায় (Pornography case) নতুন মোড়। বম্বে হাইকোর্টে (Bombay High Court) আগাম জামিনের আবেদন করেন রাজ কুন্দ্রা (Raj Kundra)। গত সপ্তাহেই রাজের মামলায় সোমবার অবধি স্থগিতাদেশ জারি করেছিল কোর্ট। সেই মামলায় রাজের দুই আইনজীবী স্বপ্ননীল অম্বুর ও প্রশান্ত পাটিল দাবি করেছেন যে তথ্য প্রযুক্তি আইনের ৬৭ এবং ৬৭এ ধারায় রাজের বিরুদ্ধে যে মামলার কথা বলা হয়েছে তা রাজের ক্ষেত্রে প্রয়োগযোগ্য নয়। রাজের বিরুদ্ধে একটাই অভিযোগ যার ভিত্তিতে মামলা হতে পারে তা হল শার্লিন চোপড়া (Sherlyn Chopra) ও পুনম পান্ডের (Poonam Pandey) অভিযোগ যে তাঁদের দিয়ে জোর করে অ্যাডাল্ট ছবি শুট করেছেন রাজ। অন্যদিকে এই মামলায় রাজের সঙ্গে শার্লিন ও পুনমও অভিযুক্ত।
রাজের লেখা আগাম জামিনের আবেদন পত্রে লেখা আছে যে, শার্লিন ও পুনমের অ্যাডাল্ট ভিডিও তৈরিতে তাঁর কোনও ভূমিকা ছিল না। নিজেদের উপার্জনের জন্য়ই সেই ভিডিও নিজেদের ইচ্ছাতেই বানিয়েছেন তাঁরা। রাজ এই ভিডিও বানাননি বা অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেননি। এমনকি তারা নাকি স্বীকারও করেছেন যে তাঁরা স্বেচ্ছায় অ্যাডাল্ট ভিডিও বানিয়েছেন।
আরও পড়ুন: Kangana Ranaut: কঙ্গনার নিশানায় সংখ্যালঘু, নায়িকার বিরুদ্ধে দায়ের FIR
অন্যদিকে শার্লিনের অভিযোগ ছিল, রাজ ও তাঁর টিম তাঁকে জোর করে অ্যাডাল্ট ভিডিও তৈরি করেছেন। একই অভিযোগ শোনা যায় পুনমের গলায়। তাঁর দাবি ছিল, বিনা অনুমতিতে পুনমের নগ্ন ভিডিও, ছবি প্রকাশ করেছিলেন রাজ। সেই প্রসঙ্গে রাজের আইনজীবীর দাবি, রাজ অ্যাপের দায়িত্বে থাকাকালীন পুনমের এরকম কোনও ভিডিও রিলিজ হয়নি। এমনকি রাজের তৈরি ভিডিওতে কোনওরকম যৌন দৃশ্য নেই।
আরও পড়ুন: Dev: বড়দিনের ছুটিতে দার্জিলিং ভ্রমণে দেব, সঙ্গে পরাণ-শকুন্তলা
গত ১৯ জুলাই পর্ন বানানো এবং ‘হটশটস’, ‘বলিফেম’ অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে রাজকে গ্রেফতার করে মুম্বই পুলিস। গত সেপ্টেম্বরে ৫০০০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পান রাজ কুন্দ্রা।