৯ সপ্তাহ পার করল কৃষিব, ছেলের মুখ দেখালেন Puja Banerjee
এবার ছেলের পূর্ণ অবয়বের ছবি শেয়ার করলেন অভিনত্রী
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172471-joyeeta71235.jpg?itok=ojXuRS4o)
![৯ সপ্তাহ পার করল কৃষিব, ছেলের মুখ দেখালেন Puja Banerjee ৯ সপ্তাহ পার করল কৃষিব, ছেলের মুখ দেখালেন Puja Banerjee](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/12/18/296385-poojajajaj.jpg)
নিজস্ব প্রতিবেদন : ছেলে ছবি শেয়ার করলেন পূজা বন্দ্যোপাধ্যায়। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলেই ছবি শেয়ার করেন পূজা। মা হওয়ার পর বেশ কয়েক দফায় ছেলের ছবি শেয়ার করলেও, মুখ দেখাননি পূজা (Puja Banerjee)। এবার ছেলের পূর্ণ অবয়বের ছবি শেয়ার করলেন অভিনত্রী।
দেখুন...
জন্মের পর এবার তাঁর ছেলে ৯ সপ্তাহ পূর্ণ করল বলে জানান পূজা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, এর আগে ছেলের নাম প্রকাশ করেন অভিনেত্রী। কুণাল-পূজার ছেলের নাম কৃষিব বলে জানান অভিনেত্রী।
আরও পড়ুন : Farmers Protests : কৃষকদের সঙ্গে আন্দোলনে যোগ দিলেন অভিনেত্রী Swara Bhasker
ছেলের পাশাপাশি নিজের পুরনো ছবি শেয়ার করেন পূজা। মা হওয়ার আগে যখন করোনা যাবা বসায়নি, সেই সময়ে ছবি বলে শেয়ার করেন অভিনেত্রী। শাড়ি পরে ওয়াইনের গ্লাস হাতে নিয়েই পুরনো ছবি শেয়ার করেন পাপ অভিনেত্রী। পূজার পুরনো ছবি দেখে তাঁর ভক্তরা উচ্ছ্বসিত হয়ে ওঠেন।