Priyanka Chopra | wildfires in Hollywood : দাউ দাউ করে জ্বলছে 'হলিউড', দাবানলে পুড়ে ছাই একাধিক তারকার বাড়ি, আতঙ্কে প্রিয়াঙ্কা...
wildfires in Los Angeles: প্যালিসাডেসের বিধ্বংসী দাবানলে পুড়ছে হলিউড। ইতোমধ্যেই পুড়ে ছাই হয়ে গিয়েছে প্যারিস হিলটন থেকে শুরু করে জেমি লি কার্টিসের মতো একাধিক তারকার বাড়ি। লস অ্যাঞ্জেলসে ছিলেন নোরা ফতেহিও। ভয়ংকর অবস্থায় তিনি দিশেহারা হয়ে পড়েন। অন্যদিকে বাড়ি থেকেই দাবানল দেখে আতঙ্কিত প্রিয়াঙ্কা।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একরের পর একর পুড়ে ছাই হয়ে যাচ্ছে লস অ্যাঞ্জেলসে (Los Angeles)। আগুন লেগেছে হলিউডেও (Hollywood)। প্যালিসাডেসের বিধ্বংসী দাবানলে (Wild Fire) পুড়ছে গোটা শহর। প্যারিস হিলটন থেকে শুরু করে জেমি লি কার্টিস, দাবানলে ভস্ম হয়ে গেছে একাধিক জনপ্রিয় তারকার কয়েক কোটির সম্পত্তি। ইতোমধ্য়ে কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে। এই দাবানল নিয়ে উদ্বেগে রয়েছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)।
বুধবার রাতে অভিনেত্রী ইনস্টাগ্রাম স্টোরিতে দাবানলের একাধিক ভিডিও ক্লিপ শেয়ার করেছেন। একটি ভিডিও পোস্ট করে প্রিয়াঙ্কা চোপড়া লেখেন— “ক্ষতিগ্রস্ত সকলকে নিয়ে চিন্তিত। আশা করছি, আজ রাতেও আমরা সবাই নিরাপদে থাকতে পারব।” আরেকটি ভিডিও পোস্ট করে এ অভিনেত্রী লেখেন, “অবিশ্বাস্য সাহস নিয়ে যারা সম্মুখে থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন তারা প্রশংসার দাবিদার। রাতভর অক্লান্ত পরিশ্রম এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাহায্য করার জন্য আপনাদের ধন্যবাদ।”
লস অ্যাঞ্জেলসে ছিলেন নোরা ফতেহিও। তিনি জানান যে কয়েকমিনিটের নোটিসে তাঁকে সেই বাসস্থান ছেড়ে বেরিয়ে যেতে হয়। নোরা জানান যে তিনি খুবই ভয় পেয়ে যান। তিনি জানান যে 'এখানে ভয়ংকর অবস্থা। আমি কখনও আগে এরকম অবস্থার সম্মুখীন হইনি। কয়েক মিনিটের মধ্যেই নিজের যাবতীয় জিনিস গুছিয়ে আমি ওখান থেকে বেরিয়ে যাই'।
অস্কার, এমি ও গোল্ডেন গ্লোবজয়ী অভিনেত্রী জেমি লি কার্টিস সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, তাঁর পরিবার নিরাপদ, কিন্তু তাঁদের বাড়ি রক্ষা পায়নি। তিনি উদ্ধারকারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। সংগীতশিল্পী ও অভিনেত্রী ম্যান্ডি মুর ইনস্টাগ্রামে লিখেছেন, আগুন থেকে বাঁচতে তিনি তাঁর সন্তান ও পোষ্যদের নিয়ে এলাকা ছেড়েছেন। দাবানল ভয়াবহ রূপ নেওয়ার আগেই পরিবারের সবাইকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসতে পেরেছিলেন তিনি। একই অবস্থা ‘স্টার ওয়ারস’ তারকা মার্ক হ্যামিলের। প্যাসিফিক প্যালিসেডসের দাবানলে পুড়েছে অভিনেতা স্পেনসার প্র্যাটের বাড়িও।
আরও পড়ুন- Ajith Kumar Accident: ভয়ংকর দুর্ঘটনা! ১৮০ কিমি বেগে গাড়ি নিয়ে ধাক্কা দক্ষিণী নায়ক অজিতের...
মালিবুতে প্যারিস হিলটনের বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত। নেটপাড়ায় ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘এই অভিজ্ঞতা যেন আর কারও না হয়।’ তিনি আরও জানান, এই বাড়িতে অনেক মূল্যবান স্মৃতি ছিল তাঁর। আগুনের লেলিহান শিখা গ্রাস করেছে সব। তাঁর পরিবারের সদস্য ও পোষ্যদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ‘দ্য প্রিন্সেস ব্রাইড’ ছবির অভিনেতা ক্যারি এলওয়েসের বাড়িও পুড়ে ছাই। কোনোমতে প্রাণে বেঁচে রয়েছেন পরিবারের অন্যরা। অভিনেতা বিলি ক্রিস্টালের বাড়িও পুড়ে গেছে। প্যাসিফিক প্যালিসেডসের বাড়িতেই স্ত্রী-সন্তান নিয়ে থাকতেন তিনি। অনেক দিন ধরেই সেই প্যাসিফিক প্যালিসেডসের বাসিন্দা ব্রিটিশ অভিনেত্রী কেট বেকিনসল।
বিধ্বংসী দাবানলে জ্বলছে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস। ভয়াবহ দাবানলের কারণে ত্রিশ হাজারেরও বেশি লোক তাদের বাড়িঘর থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এবার ইতোমধ্যেই পাঁচ জনের মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে। দাবানলের ভয়াবহতা এতটাই নেভাতে নেভাতে শেষ হয়ে যাচ্ছে জলও। জানা গিয়েছে, প্যাসিফিক প্যালিসেডস এলাকার অসংখ্য বাড়িঘর কয়েক মিনিটের মধ্যে আগুনে পুড়ে ছাই হয়ে যায় এবং শত শত যানবাহন পুড়ে যায়। আরও জানা গিয়েছে, এখনও পর্যন্ত প্রায় হাজার খানেক বাড়ি আগুনে ভস্মীভূত হয়েছে। থমকে গিয়েছে হলিউডের কাজও। পিছিয়ে দেওয়া হয়েছে অস্কারের মনোনয়নের ভোটদানের সময়ও। বানলের কারণে লস অ্যাঞ্জেলেসে পূর্বনির্ধারিত বেশ কয়েকটি সিনেমার প্রিমিয়ার স্থগিত করা হয়েছে। এসব সিনেমার মধ্যে আছে ‘আনস্টপেবল’, ‘উলফম্যান’, ‘বেটার ম্যান, ‘দ্য পিট’, ‘দ্য লাস্ট শোগার্ল’ ইত্যাদি। বাতিল হয়েছে একাধিক শ্যুটিং।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)