সেন্সার বোর্ডে আটকে গেল "লিপস্টিক আন্ডার মাই বোরখা"

সেন্সর বোর্ডের কোপে এবার "লিপস্টিক আন্ডার মাই বোরখা"। সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)-এর পক্ষ থেকে কঙ্কণা সেনশর্মা ও রত্না পাঠক শাহ অভিনীত এই সিনেমাটির বিরুদ্ধে 'সেক্সচুয়াল সিনস', 'অ্যাবিউসিভ ওয়ার্ডস' এবং 'অডিও পর্নোগ্রাফি'র 'অভিযোগে' তোলা হয়েছে। সিবিএফসি-র পক্ষ থেকে একটি চিঠি দেওয়া হয়েছে ছবিটিকে 'ক্লিয়ারেন্স' না দেওয়ার কারণ হিসাবে। দেখুন সেই চিঠি এবং প্রযোজক, পরিচালক ফারহান আখতারের টুইট-

Updated By: Feb 23, 2017, 08:08 PM IST
সেন্সার বোর্ডে আটকে গেল "লিপস্টিক আন্ডার মাই বোরখা"

ওয়েব ডেস্ক: সেন্সর বোর্ডের কোপে এবার "লিপস্টিক আন্ডার মাই বোরখা"। সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)-এর পক্ষ থেকে কঙ্কণা সেনশর্মা ও রত্না পাঠক শাহ অভিনীত এই সিনেমাটির বিরুদ্ধে 'সেক্সচুয়াল সিনস', 'অ্যাবিউসিভ ওয়ার্ডস' এবং 'অডিও পর্নোগ্রাফি'র 'অভিযোগে' তোলা হয়েছে। সিবিএফসি-র পক্ষ থেকে একটি চিঠি দেওয়া হয়েছে ছবিটিকে 'ক্লিয়ারেন্স' না দেওয়ার কারণ হিসাবে। দেখুন সেই চিঠি এবং প্রযোজক, পরিচালক ফারহান আখতারের টুইট-

প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়ন প্রকল্পের উপর তৈরি একটি ছবিকে ছাড়পত্র দেওয়ার ক্ষেত্রেও বাধা দিয়েছিল সিবিএফসি। সেক্ষেত্রে তাদের বক্তব্য ছিল, দেশের পাঁচ রাজ্যে অনুষ্ঠিত হতে চলা বিধানসভা ভোটের প্রাক্কালে ওই ছবিটি বিশেষ উদ্দেশে প্রভাবিত করতে পারত মানুষকে। (আরও পড়ুন- জিও-কে জিইয়ে রাখতে খরচ ১.৫ লক্ষ কোটি, দাবি রিপোর্টে)

.