এবার খাপের রোষে আমির
ক্রমাগত রোষের মুখে `সত্যমেব জয়তে`। ইন্ডিয়ান মেডিকাল অ্যাসোসিয়েশনের কাছে ক্ষমা চাইতে অস্বীকার করার কয়েক দিন কাটতে না কাটতেই এবার আমিরের বিরুদ্ধে সোচ্চার খাপ পঞ্চায়েত।
ক্রমাগত রোষের মুখে `সত্যমেব জয়তে`। ইন্ডিয়ান মেডিকাল অ্যাসোসিয়েশনের কাছে ক্ষমা চাইতে অস্বীকার করার কয়েক দিন কাটতে না কাটতেই এবার আমিরের বিরুদ্ধে সোচ্চার খাপ পঞ্চায়েত।
চলতি মাসের ৩ জুন `সত্যমেব জয়তে`-তে বিভিন্ন ক্ষেত্রে খাপ পঞ্চায়েতের হস্তক্ষেপ, কঠিন এবং ক্ষেত্র বিশেষে অযৌক্তিক রায় দানের ঘটনার সমালোচনা করেন আমির। আর এর জেরেই ক্ষুব্ধ খাপ পঞ্চায়েতের দাবি বন্ধ করে দিতে হবে এই টিভি শো। সেদিনের শো`তে আমির হরিয়ানার বেশ কিছু খাপে পরিবারের সম্মান রক্ষার জন্য খুনের সহায়ক ভূমিকা পালন করার অভিযোগ করেন। মেহাম চৌবিসি খাপ পঞ্চায়েতের সভাপতি রণধীর সিং এক ইংরেজি দৈনিককে জানান, "সামাজিক রীতিনীতি এবং ঐতিহ্য রক্ষার জন্যই আমরা কাজ করি। ঐতিহ্যই যে কোনও সমাজের স্তম্ভ।"
এর আগে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের কাছেও ক্ষমা চাইতে অস্বীকার করেন আমির খান। মঙ্গলবার একটি জনপ্রিয় টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে আমির বলেন, "আমি কোনোভাবেই আইএমএর কাছে ক্ষমা চাইব না। আমি চিকিত্সা পেশাকে অসম্মান করিনি। "
তবে এক্ষেত্রে `টিম আমিরের` পক্ষ থেকে এখন সব অভিযোগের ক্ষেত্রেই মৌনতা পালন চলছে।