স্যানিটাইজার মেশিনের সামনে নিজেকে স্যানিটাইজড করছেন করণের বৃদ্ধা মা, ভাইরাল ভিডিয়ো
তাঁর ৭৭ বছরের বৃদ্ধা মা, করণের ছোট দুই সন্তান, কেউই বাদ গেলেন না।
নিজস্ব প্রতিবেদন : বাড়ির দুই কর্মী করোনা আক্রান্ত। বিপদ এড়াতে স্যানিটাইজেশনের মধ্যে দিয়ে যেতে হল করণ জোহরের বাড়ির সদস্যদের। পরিচালক করণ থেকে শুরু করে তাঁর ৭৭ বছরের বৃদ্ধা মা, করণের ছোট দুই সন্তান, কেউই বাদ গেলেন না।
করণ জোহরের বাড়িতে স্যানিটাইজার মেশিন এনে প্রত্যেক সদস্যকে কীভাবে সানিটাইজড করা হচ্ছে, সেই ভিডিয়ো উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে মেশিনের সামনে দাঁড়িয়ে স্যানিটাইজড হতে দেখা গিয়েছে করণ জোহরের ৭৭ বছরের বৃদ্ধা মা হিরো জোহরকে।
আরও পড়ুন-ইদে ৫০০০ দুঃস্থ পরিবারের মুখে খাবার তুলে দিলেন সলমন
প্রসঙ্গত, তাঁর বাড়ির দুই কর্মীর করোনা আক্রান্ত হওয়ার খবর নিজেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়েছেন করণ জোহর। তিনি জানিয়েছেন, তাঁর বাড়ির দুই কর্মীর দেহে করোনার লক্ষণ দেখা দেওয়ার তাঁদের পরীক্ষা করা হয়। করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসতেই তাঁদের আইসোলেশনে পাঠানো হয়। করণ, তাঁর মা, এবং তাঁর দুই সন্তানেরও করোনা টেস্ট করা হয়েছে এবং সেই টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানিয়েছেন করণ জোহর।
আরও পড়ুন-করণ জোহরের বাড়িতে করোনার থাবা, সন্তানদের নিয়ে উদ্বিগ্ন পরিচালক