প্রবাসে আইবিএফএ
কলকাতা থকে বেড়িয়ে ইন্টারন্যাশানাল প্ল্যাটফর্মে এবার বাংলা ছবির পুরস্কার প্রদান অনুষ্ঠান। বাংলা ছবিকে এবার গ্লোবাল চেহারা দেওয়ার চেষ্টা। ইন্টারন্যাশনাল বাংলা ফিল্ম অ্যাকাডেমিক অ্যাওয়ার্ডস, প্রথম বাইরে পুরস্কার প্রদান অনুষ্ঠান। ১০ মার্চ তাইল্যান্ডের পাটায়ায় আয়োজিত হতে চলেছে অনুষ্ঠানটি।
কলকাতা থকে বেড়িয়ে ইন্টারন্যাশানাল প্ল্যাটফর্মে এবার বাংলা ছবির পুরস্কার প্রদান অনুষ্ঠান। বাংলা ছবিকে এবার গ্লোবাল চেহারা দেওয়ার চেষ্টা। ইন্টারন্যাশনাল বাংলা ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস, প্রথম বাইরে পুরস্কার প্রদান অনুষ্ঠান। ১০ মার্চ তাইল্যান্ডের পাটায়ায় আয়োজিত হতে চলেছে অনুষ্ঠানটি।
আইবিএফএ`র ফেস অফ দ্য ইভেন্ট বাংলা ফিল্ম জগতের ডিভা ঋতুপর্ণা সেনগুপ্ত। সেই উপলক্ষ্যে ইন্টারন্যাশনাল বাংলা ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ওয়েব লঞ্চ করা হল। লঞ্চ পার্টিতে উপস্থিত ছিলেন বাংলা ফিল্ম জগতের বহু তারকা। অনুপম, ঋতুপর্ণা সেনগুপ্ত, পরিলচালক অঞ্জন দত্ত ও আরও অনেকে। আইবিএফএ`র মিডিয়া পার্টনার চব্বিশ ঘণ্টা।