Fake Photographer Scam: নামজাদা ফোটোগ্রাফারের নাম ভাঙিয়ে নগ্ন ছবি, গণধর্ষণ! নির্যাতিতার অভিযোগে টলিপাড়ায় তোলপাড়...
Tollywood: ইন্ডাস্ট্রিতে কাজ পাইয়ে দেওয়ার প্রলোভন। নাম জাদা প্রফেশনাল ফটোগ্রাফারের নাম করে নিউড সুট পরে গণধর্ষণ। গ্রেফতার ১...
![Fake Photographer Scam: নামজাদা ফোটোগ্রাফারের নাম ভাঙিয়ে নগ্ন ছবি, গণধর্ষণ! নির্যাতিতার অভিযোগে টলিপাড়ায় তোলপাড়... Fake Photographer Scam: নামজাদা ফোটোগ্রাফারের নাম ভাঙিয়ে নগ্ন ছবি, গণধর্ষণ! নির্যাতিতার অভিযোগে টলিপাড়ায় তোলপাড়...](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2025/02/08/520186-tollywood-scam.jpg)
রক্তিমা দাস: বিনোদন দুনিয়ায় কাস্টিং কাউচের ভয়ংকর অভিজ্ঞতার শিকার বহু অভিনেত্রী। এবার সেই ভয়ানক ঘটনা টলিউডে। জানা গিয়েছে, ইন্ডাস্ট্রিতে কাজ পাইয়ে দেওয়ার প্রলোভন। নামজাদা প্রফেশনাল ফটোগ্রাফারের নাম করে নিউড সুট পরে গ্যাং রেপ বা গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। কলকাতা থেকে গ্রেফতার ১।
শনিবার অভিযুক্তকে তোলা হয় আলিপুর আদালতে। ১৫ তারিখ পর্যন্ত পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। অভিযোগ টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির নামজাদা ফটোগ্রাফার তথাগত ঘোষের নাম করে কাজ পাইয়ে দেওয়ার প্রলোভন দেওয়া হত মহিলাদের। বিভিন্ন ফেক এজেন্সি খুলে বসেছিল প্রতারকরা। সেই প্রলোভনে পা দিয়ে যারাই যোগাযোগ করতেন তাদেরকে ডেকে পাঠানো হতো বিভিন্ন হোটেলে।
সেই সমস্ত হোটেলে গিয়ে চলত বোল্ড ফটোশুট। বিশ্বাসযোগ্যতা বাড়াতে তথাগত ঘোষের বিভিন্ন এক্সিবিশনের ছবি ও শেয়ার করা হত তাদের সঙ্গে। পরে নিউড ফটোশুটও করানো হত সেই সমস্ত মহিলাদের দিয়ে। যার ভিডিয়োগ্রাফি থাকত প্রতারকদের কাছে। জানাজানি হলে সেই ভিডিয়ো ভাইরাল করে দেওয়ার হুমকি পর্যন্ত দেওয়া হত।
সম্প্রতি পুলিসের কাছে এমনই অভিযোগ করেন দুই মহিলা। সে ক্ষেত্রে নিউড ফটোশুট করে ধর্ষণ করা হয়েছে বলেও অভিযোগ। এরপরই দুই মহিলার কাছে স্পষ্ট হয়, তারা আসলেই কোন ফ্রড গ্যাঙের হাতে পড়েছেন। এরপরই তথাগত ঘোষের ফেসবুক আইডি থেকে তার নম্বর জোগাড় করে সরাসরি ওই মহিলারা। এরপরেই তথাগত ঘোষের তরফে এফআইআর করা হয় যাদবপুর থানায়।
যে দুই ব্যক্তির নামে অভিযোগ ছিল তাদেরকে ডেকে পাঠানো হয় থানায়। তাদের মধ্যে একজন ৭ তারিখ যাদবপুর থানায় হাজিরা দিতে আসে। সেই সময় ওই ব্যক্তিকে গ্রেফতার করে যাদবপুর থানা। ধৃতের নাম প্রতীক পাল। বর্তমানে আরেকজন অভিযুক্তকে খুঁজছে পুলিস। যদিও পুলিসের প্রাথমিক তদন্তে অনুমান, শুধুমাত্র দুজন নয়, এই গোটা ঘটনার পেছনে কোনও বড় চক্র কাজ করছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)