পিজ্জার মধ্যে ভূতের পুত!

শর্মিলা মাইতি ছবির নাম: গল্প হলেও সত্যি রেটিং: ***

Updated By: Jul 10, 2014, 12:26 PM IST

শর্মিলা মাইতি

ছবির নাম: গল্প হলেও সত্যি

রেটিং: ***

বেশ জোর গলাতেই বলেছিলেন পরিচালক, কোনও এক ট্যাবলয়েডের পাতায়। তাঁর এই ছবি যে জঁরের অন্তর্গত, সেই ধরনের ছবি না কি গত দশ বছরে হয়নি! সবিনয়ে জানানো ভাল দশ বছর আগেও এ বঙ্গের দর্শক সাসপেন্সের আশায় মুখিয়ে থাকতেন, ভৌতিক কাহিনির ছবি দেখে শিহরিত হতেন। প্রাতঃস্মরণীয় পরিচালকের পাশাপাশি তুলনামূলক অখ্যাত পরিচালকেরাও নেহাত খারাপ ছবি বানাননি। ইতিহাস তার সাক্ষী।

এখন সুপারন্যাচারালিজমের রং-ঢং ঢের পাল্টেছে। গল্পে ভূত-ভূত গন্ধ থাকলেই ছোট বড় সব পরিচালকই বলতে থাকেন, তাঁর ছবিটি এক্কেবারে ডিফারেন্ট! তবু এই ডিফারেন্ট গল্পটিই অ্যাডপ্ট করতে হয় এক দক্ষিণী ছবির থেকেই, কেন না সেই ছবিটি প্রযোজক এবং পরিচালক উভয়েরই পছন্দ হয়েছে। অনেকেরই জানা, সেই ছবির নাম- পিজ্জা। হিন্দিতেও রিমেক হচ্ছে ছবিটি। সে যাই হোক, এত দূর লিখেও একটা কথা স্বীকার করতেই হবে। বিরসা তাঁর ছবিতে একটা নিজস্ব প্রলেপ, আপন তুলির টান দিতে পেরেছেন। গা ছমছম বোধটা জাগ্রত করবার ক্ষেত্রে, স্বল্প হলেও ব্যবহার করেছেন নিজস্ব কল্পনা। রিমেক হোক বা অ্যাডাপ্টেশন, স্পেশাল এফেক্টসের কারিকুরির ভেতর দিয়েও যে টুইস্ট আর টার্ন দিয়েছেন বিরসা, সে জন্য প্রশংসা অবশ্যই প্রাপ্য।

হাতে রইল পিজ্জা। প্রিয় অভিজাত বাঙালি পাসটাইম ফুড। ইতালি থেকে আমদানী হলেও পয়সাওয়ালা বাঙালি রসনার আপনজন। সোহম এখানে পিজ্জা ডেলিভারি বয়। নাম রুদ্র। মিমি চক্রবর্তী লেখিকা অনুরাধা। ভূতের গল্প লিখে নাম করেছেন। প্রেমসম্পর্কের মধ্যে ভৌতিক মোচড়। নানা বিস্ময়কর ঘটনার ঘনঘটায় রুদ্রের মনে অদ্ভুত এক সন্দেহ হয়, অনুরাধার বাস্তব অস্তিত্ব নিয়ে। সব মিলিয়ে এক নিদারুণ পরিস্থিতির মুখোমুখি হয় সে। ভূতের গল্পে শেষ বলে কিছু নেই! স্থায়ী ভয় তৈরি করে দেওয়ার দায়বদ্ধতা কলাকুশলী ও পরিচালক, উভয়পক্ষের উপরেই ন্যস্ত থাকেই। দর্শক ভয় না পেয়ে হল ছেড়ে বেরোতে পারবেন না। গ্যারান্টি!

প্রশংসনীয় স্পেশাল এফেক্ট ও সাউন্ড ডিজাইনিং। ছবির টেকনিক্যাল ব্রিলিয়ান্স নিয়ে কোনও কথাই হবে না। আধুনিক প্রযুক্তির ব্যবহার ভয় শব্দটার ওপর একটু অন্য মাত্রা চড়িয়েছে, তাতে সন্দেহ নেই। ভাল লাগবে মিমির চোখের চাহনি। চরিত্রের গভীরে ঢুকে যাওয়ার প্রচেষ্টা। সায়নীর অভিনয়ে এখনও জড়তা আছে। তবু মানিয়ে গিয়েছে চরিত্রে।

ক্যামেরার কাজ ও এডিটিং জোরালো এবং সংযত। তুলনামূলকভাবে মিউজিকের ব্যবহার তেমন মনোযোগী নয়। আরও প্রত্যাশা রইল। ভূতের গল্প নিয়ে এক্সপেরিমেন্ট জারি থাকুক। ভয় নিয়ে নতুন নতুন রিসার্চ হোক। গল্প হলেও সত্যি ভূতের গল্প যেন বাংলা ছবিতেই হয় বছর বছর।

.