টুইটারে এল বিয়ের নিমন্ত্রণ, এবার নেহার বিয়েতে বিহার যাচ্ছেন সোনু সুদ!

এবার বিহারের বাসিন্দা নেহার কাছ থেকে টুইটারের মাধ্যমেই সোনুর কাছে পৌঁছল বিয়ের নিমন্ত্রণ পত্র।  

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Nov 18, 2020, 05:54 PM IST
টুইটারে এল বিয়ের নিমন্ত্রণ, এবার নেহার বিয়েতে বিহার যাচ্ছেন সোনু সুদ!

নিজস্ব প্রতিবেদন : লকডাউনে লক্ষাধিক পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়ে দেশবাসীর মন জয় করে নিয়েছেন সোনু সুদ। সেমস্ত পরিযায়ী শ্রমিকদের অনেকটা অংশই ছিল বিহার ও উত্তরপ্রদেশের বাসিন্দা। গরিব মানুষের পাশে দাঁড়িয়ে গোটা দেশের কাছে, বিশেষত বিহারবাসীর কাছে সোনু সুদ যেন হয়ে উঠেছেন 'ঈশ্বরের দূত'। শুধু সাহায্যই নয়, যখনই কেউ টুইট করে সোনুকে কিছু জানিয়েছেন, তখন তিনি তার উত্তর দিতেও ভোলেননি। এবার বিহারের বাসিন্দা নেহার কাছ থেকে টুইটারের মাধ্যমেই সোনুর কাছে পৌঁছল বিয়ের নিমন্ত্রণ পত্র।  

জানা যাচ্ছে নেহা বিহারের ভোজপুর জেলার নওয়াদা থানা এলাকার বাসিন্দা। তিনিই টুইটারে নিজের বিয়ের কার্ড পাঠিয়ে অভিনেতা সোনু সুদকে নিমন্ত্রণ করেন।লেখেন, ''দুঃখিত স্যার, আমি উত্তেজনায় আপনার নাম লিখতে ভুলে গেছিলাম। আপনি যদি বিয়েতে আসেন, তাহলে আমি এই দুনিয়ায় সবথেরে লাকি গার্ল হব। আমি আপনার অপেক্ষায় থাকব স্যার।'' নেহার টুইটের উত্তরে সোনু লেখেন, ''চলো তাহলে বিহারের বিয়ে দেখা যাক''। পাল্টা উত্তরে নেহা ফের লেখেন, ''স্যার আপনার অপেক্ষায় থাকলাম।'' সোনু সুদ ও নেহার এই কথাবার্তাই ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়।

আরও পড়ুন-'নিউ লুক'এ যশরাজ স্টুডিওর অফিসে হাজির, নতুন ছবির শ্যুটিং শুরু করলেন শাহরুখ?

জানা যাচ্ছে ১১ ডিসেম্বর ঠিক হয়েছে নেহার বিয়ের দিন। তাঁর স্বামী বৈভব ব্যাঙ্ক অফ বারোদায় কাজ করেন বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত, নেহা হলেন সেই মহিলা, লকডাউনের কারণে দিল্লির AIIMS-এ যাঁর বোনের অস্ত্রোপচার করানো যাচ্ছিল না। নেহার টুইট পেয়ে তাঁর বোনের অস্ত্রপচারের ব্যবস্থা করে দিয়েছিলেন সোনু সুদ। লিখেছিলেন, ''তোমার বোন মানে আমারও বোন। আমি ওর অস্ত্রোপচারের  ব্যবস্থা করছি।''

সোনু সুদের উপকার ভোলেননি বিহারের বাসিন্দা নেহা। তিনি তাই তাঁর বিয়েতে নিমন্ত্রণ পাঠিয়েছেন সোনুকে।
আরও পড়ুন-শুধুমাত্র নায়কের স্ত্রী চাননি বলেই ছবি থেকে বাদ পড়তে হয়েছিল: তাপসী পান্নু

.