আইফা ২০১২-এ জয়ী বি-টাউনের তরুণ তুর্কি
জিন্দেগি না মিলেগি দোবারা আর রকস্টার। ইন্টারন্যাশানাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড ২০১২-র মঞ্চে শোনা গেল এই দুটি নাম। সিঙ্গাপুরের অডিটোরিয়াম প্রত্যেক বারই হল ফেটে পড়ল হাততালিতে। সেইসঙ্গেই ফের একবার প্রমাণিত হল হিন্দি ছবিতে তারুণ্যের জয়জয়কার।
'জিন্দেগি না মিলেগি দোবারা' আর 'রকস্টার।' ইন্টারন্যাশানাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড ২০১২-র মঞ্চে শোনা গেল এই দুটি নাম। সিঙ্গাপুরের অডিটোরিয়াম প্রত্যেক বারই হল ফেটে পড়ল হাততালিতে। সেইসঙ্গেই ফের একবার প্রমাণিত হল হিন্দি ছবিতে তারুণ্যের জয়জয়কার। বেশ কয়েক বছর ধরেই হিন্দি ছবির পালে তারুণ্যের হাওয়া লেগেছিল। স্বল্প বাজেটে অভিনব, বুদ্ধিদীপ্ত বিষয় নিয়ে ছবি তৈরির যজ্ঞে নেমেছিলেন নবাগত পরিচালকেরা। তারই উজ্জ্বল প্রতিফলন দেখল আইফা ২০১২।
জোয়া আখতারের 'জিন্দেগি না মিলেগি দোবারা' ও ইমতিয়াজ আলির 'রকস্টার' দুটি ছবির ঝুলিতেই গেছে ৪টি করে অ্যাওয়ার্ড। সেরা ছবি, সেরা গল্পের পাশাপাশি জিন্দেগি না মিলেগি দোবারার জন্য সেরা সহ অভিনেতা ও সেরা পরিচালকের পুরস্কার জিতে নিয়েছেন ফারহান ও জোয়া আখতার। অন্যদিকে অমিতাভ, শাহরুখ, সলমন ও হৃতিকের মতো হেভিওয়েটদের পিছনে ফেলে 'রকস্টার'-এর জন্য সেরা অভিনেতা হয়েছেন রনবীর কাপুর। 'নাদান পরিন্দে' গানের জন্য সেরা গায়ক হয়েছেন মোহিত চৌহান। সেরা গীতিকার ও সেরা সঙ্গীত পরিচালকের পুরস্কারও জুটেছে রকস্টার-এর ভাগ্যে।
প্রত্যাশা মতোই সেরা অভিনেত্রীর পালকটি যুক্ত হয়েছে 'ডার্টি' বিদ্যার মুকুটেই। প্রিয়াঙ্কা চোপড়া, করিনা কাপুর, মাহি গিল ও কঙ্গনা রানাওয়াতদের পিছনে ফেলে বিদ্যা আরও একবার প্রমাণ করেছেন তিনিই সেরা। 'বডিগার্ড' ছবির 'তেরি মেরি' গানের জন্য সেরা গায়িকা পুরস্কার তুলে নিয়েছেন শ্রেয়া ঘোষাল। 'লেডিজ ভার্সেস রিকি বহেল' ছবির জন্য সেরা নবাগত অভিনেত্রীর পাশাপাশি সেরা সহ অভিনেত্রীর পুরস্কার তুলে নিয়ে পরিনীতি চোপড়া বুঝিয়ে দিয়েছেন তিনি থাকতে এসেছে। 'ফোর্স' ছবির জন্য সেরা নবাগত অভিনেতা হয়েছেন বিদ্যুত্ জামাল।
ইরফান খান ('সাত খুন মাফ'), নাসিরুদ্দিন শাহ ('দ্য ডার্টি পিকচার'), বোমান ইরানি ('ডন টু') ও বিদ্যুত্ জামালকে ('ফোর্স') হারিয়ে 'সিংঘম' বেস্ট অ্যাক্টর ইন আ নেগেটিভ রোলের শেষ হাসিটি হেসেছেন প্রকাশ রাজ। কমিক চরিত্রে সেরা অভিনেতা রিতেশ দেশমুখ ('ডাবল ধামাল')।
সারা জীবনের কাজের জন্য লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন রেখা। হিন্দি ছবির জগতে অনবদ্য অবদানের জন্য বিশেষ সম্মানে ভূষিত হয়েছেন পরিচালক রমেশ সিপ্পি। গত একশ বছরে ভারতীয় ছবিতে অবদানের জন্য সম্মানিত হয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী জোহরা সেহগল। আন্তর্জাতিক ছবিতে বিশেষ অবদানের জন্য সম্মানিত হয়েছেন নরওয়ের অভিনেত্রী লিভ উলমান।
সঞ্চালকের ভূমিকায় পুরো অনুষ্ঠান জুড়েই দর্শকদের মাতিয়ে রেখেছেন শাহিদ কাপুর ও ফারহান আখতার। তবে এবারের আইফার সবথেকে বড় পাওনা প্রভু দেবার অনবদ্য পারফরম্যান্স। সোনাক্ষি সিন্হা, বিপাশা বসু, প্রিয়াঙ্কা চোপড়া, শাহিদ কাপুর, ঋষি ও রনবীর কাপুররাও মঞ্চ মাতিয়েছেন নিজেদের স্টাইলে।
তবে সবকিছুর মধ্যেই সলমন, হৃতিক, জন, সইফ, করিনা, সোনম এ ক্যাটরিনার অনুপস্থিতিতে কিছুটা হলেও যেন তাল কেটেছে এবারের আইফার।