আসিনের বিয়ের প্রথম ছবি
Updated By: Jan 20, 2016, 05:46 PM IST
ওয়েব ডেস্ক: বলিউড তারকা আসিন বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, কিন্তু চুপকে চুপকে। বর রাহুল শর্মা, মাইক্রোম্যাক্সের সহ প্রতিষ্ঠাতা। নিজে বলিউড তারকা। বিয়ে হল ধাম ধুম করেই কিন্তু বিয়ের আঁচ পেল না মিডিয়া। অক্ষয় কুমার ছাড়া এই বিবাহ অনুষ্ঠানে কোনও বলিউড তারকাই আমন্ত্রিত নন এমনই খবর। খ্রীস্টান এবং হিন্দু দুই মতেই বিবাহ হয়েছে। মেয়ের পক্ষ থেকে মাত্র ৫০ জন আমন্ত্রিত। একেই বলে গোপন গোপন বিয়ে! তবে নিজের টুইটার প্রোফাইলে আসিন বিয়ের রিসর্টের ছবি পোস্ট করেছেন। বিয়ের মেনুতে কোনও আমিষ পদ থাকছে না, ভ্যানিলা কেক কেটে শুরু হবে বিবাহ অনুষ্ঠান সব তথ্যই জনসাধারণ জেনেছে। বাকি ছিল ছবি। সেটিও সম্পূর্ণ হল একমাত্র ছবিতে।