`তাজ` দেখা হল না সোয়ার্জনেগারের

প্রেমের স্মৃতি সৌধ দর্শন করা হল না `টার্মিনেটর`-এর। একটি পরিবেশ শীর্ষক সম্মেলনে যোগ দিতে ভারতে এসে শুক্রবার আগ্রা সফরে যান হলিউড অভিনেতা তথা ক্যালিফোর্নিয়ার প্রাক্তন গভর্নর আর্নল্ড সোয়ার্জনেগার।

Updated By: Feb 4, 2012, 02:13 PM IST

প্রেমের স্মৃতি সৌধ দর্শন করা হল না `টার্মিনেটর`-এর। একটি পরিবেশ শীর্ষক সম্মেলনে যোগ দিতে ভারতে এসে শুক্রবার আগ্রা সফরে যান হলিউড অভিনেতা তথা ক্যালিফোর্নিয়ার প্রাক্তন গভর্নর আর্নল্ড সোয়ার্জনেগার। বহু দিনের স্বপ্ন ছিল, চাক্ষুস করবেন তাজমহল। আর আগ্রায় এসে তাজমহল না দেখে চলে যাবেন, তা কি হয়?
কিন্তু ধর্মীয় কারণে প্রতি সপ্তাহের জুম্মাবার বা শুক্রবার পর্যটকদের জন্য বন্ধ রাখা হয় তাজমহল। অতঃপর একরাশ হতাশা নিয়ে বিশ্বের সপ্তম আশ্চর্যকে রাস্তার ধার থেকেই দেখে আশ মেটাতে হল হলিউডের মাস্‌লম্যানকে।
আর্নল্ডের গাইড নিতিন সিং জানিয়েছেন, তাজমহল না দেখতে পেয়ে বেজায় হতাশ সোয়ার্জনেগার। যদিও স্মৃতি রাখতে নিজের সেল ফোনে তাজমহলের ছবি তুলে রেখেছেন তিনি। রাস্তার ধারেই তাজমহলকে পিছনে রেখে এদিন সোয়াজনেগার কয়েকটি ছবি তোলেন।
ভালো স্ক্রিপ্ট ও পরিচালক পেলে বলিউডে অভিনয় করবেন বলেও জানান হলিউডের টার্মিনেটর। ফেরার সময় উত্সাহী জনতাকে বলে গেলেন, ``আই উইল বি ব্যাক``।

.