Rohit Bal Passes Away: দীপাবলিতে দুঃসংবাদ, আচমকাই প্রয়াত প্রখ্যাত ডিজাইনার রোহিত বল...

Rohit Bal Dies: কিছুদিন আগেই তিনি ল্যাকমে ফ্যাশন উইকে নিজের নতুন ফ্যাশন তুলে ধরেছিলেন। শো স্টপার অনন্যা পাণ্ডের সঙ্গে চুটিয়ে নেচেওছিলেন ব়্যাম্পে। কে জানত, এই তাঁর শেষ উচ্ছ্বাস ব়্যাম্পে! আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন রোহিত। 

Updated By: Nov 1, 2024, 11:57 PM IST
Rohit Bal Passes Away: দীপাবলিতে দুঃসংবাদ, আচমকাই প্রয়াত প্রখ্যাত ডিজাইনার রোহিত বল...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত নভেম্বরেই অসুস্থ হয়ে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালের ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি হয়েছিলেন ফ্যাশন ডিজাইনার রোহিত বল। সেই সময় হৃদরোগে আক্রান্ত হন তিনি। এর আগে ২০১০ সালে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাঁর ইমারজেন্সি অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছিল। তবে শেষরক্ষা হল না শুক্রবার। হৃদরোগই কাড়ল প্রাণ। 

আরও পড়ুন- Ritabhari Chakraborty: দিওয়ালিতে সুখবর! শাহরুখ-ঘনিষ্ঠের প্রেমে পড়েছেন ঋতাভরী, কে ইনি?

শুক্রবার ফ্যাশন ডিজাইন কাউন্সিলের তরফে জানানো হয়েছে, ' আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি জনপ্রিয় ডিজাইনার রোহিত বল চলে গেলেন। তিনি ভারতের ফ্যাশন ডিজাইন কাউন্সিলের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। তিনি তাঁর অভিনব ভাবনা চিন্তাকে সবসময় ঐতিহ্যের সঙ্গে দারুণ ভাবে মিশিয়ে দিয়েছেন। ভারতীয় ফ্যাশনকে তিনি অনন্য মাত্রা দিয়েছিলেন। শান্তিতে থেকো গুড্ডা। তুমি একজন লেজেন্ড ছিলে।'

আরও পড়ুন- Deepika Padukone | Ranveer Singh: 'ও আমাদের প্রার্থনার ফল...', মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন দীপিকা-রণবীর! জানালেন নামও...

সম্প্রতি তিনি ল্যাকমে ফ্যাশন উইকে নিজের নতুন ফ্যাশন তুলে ধরেছিলেন। শো স্টপার অনন্যা পাণ্ডের সঙ্গে চুটিয়ে নেচেওছিলেন ব়্যাম্পে। কে জানত, এই তাঁর শেষ উচ্ছ্বাস ব়্যাম্পে! বেশ অনেকদিন ধরেই হৃদরোগের সমস্যায় ভুগছিলেন তিনি। প্যানক্রিয়াটাইটিসের সমস্যাতেও ভুগছিলেন এবং এই বছরের শুরুর দিকে চিকিৎসার জন্য তাঁকে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

আরও পড়ুন- Mithu Chakraborty: ক্যানসারে উঠে গেছে চুল, কমেছে ওজন, দীপাবলিতে ক্যামেরার সামনে মিঠু চক্রবর্তী...

রোহিত বল মূলত কাশ্মীরের বাসিন্দা। বর্তমানে তিনি ভারতের অন্যতম বিখ্যাত ফ্যাশন ডিজাইনার। সেন্ট স্টিফেন কলেজ থেকে তিনি স্নাতক পাশ করেন। এছাড়াও তিনি দিল্লির NIFT থেকে ফ্যাশন ডিজাইনিং শিখেছেন। ১৯৮৬ সালে ফ্যাশন ডিজাইনার হিসেবে কেরিয়ার শুরু করেন রোহিত বল। তিনি এবং তাঁর ভাই মিলে ১৯৯০ সালে বানান অর্কিড ওভারসি প্রাইভেট লিমিটেড। পামেলা অ্যান্ডারসন, উমা থুরম্যান, সিন্ডি ক্রফোর্ড এবং নাওমি ক্যাম্পবেলের মতো আন্তর্জাতিক সেলিব্রিটিরা তাঁর ডিজাইন করা পোশাক পরেছেন।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.