Ajay Devgn-Kartik Aaryan: অ্যাডভান্স বুকিং থেকে ফাস্ট ডে কালেকশন, অজয় দেবগণকে ১০ গোল কার্তিকের...

Ajay Devgn-Kartik Aaryan: একদিকে অজয় দেবগণের পুলিস টিম তো অন্যদিকে কার্তিক আরিয়ানের কমেডি স্কিল, সব মিলিয়ে বিনোদনের রসদ আসছে প্রেক্ষাগৃহে। দুটি সিনেমারই অগ্রিম বুকিং-এ কার পাল্লা থাকল ভারী। 

Updated By: Nov 1, 2024, 07:48 PM IST
Ajay Devgn-Kartik Aaryan: অ্যাডভান্স বুকিং থেকে ফাস্ট ডে কালেকশন, অজয় দেবগণকে ১০ গোল কার্তিকের...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দীপাবলির রেষ কাটতে না কাটতেই বক্সঅফিসে বিগ বাজেটের দুই সিনেমা। 'সিংঘম এগেইন' (Singham Again) ও 'ভুল ভুলাইয়া ৩' (Bhool Bhulaiyaa 3)। একদিকে অজয় দেবগণের পুলিস টিম তো অন্যদিকে কার্তিক আরিয়ানের কমেডি স্কিল, সব মিলিয়ে বিনোদনের রসদ আসছে প্রেক্ষাগৃহে। দুটি সিনেমারই অগ্রিম বুকিং-এ কার পাল্লা থাকল ভারী দেখা যাক একনজরে। 

আরও পড়ুন: Srijato- Kapil Sharma: কপিলের শোয়ে রবীন্দ্র সঙ্গীত নিয়ে মশকরা, অশ্লীল অঙ্গভঙ্গি! আইনি পথে ক্ষুব্ধ শ্রীজাত... 

কোন সিনেমার বক্সঅফিস কালেকশন কি রকম হতে পারে বা কে প্রথম থেকেই এগিয়ে থাকতে পারে সেই সমস্ত বিষয়ের প্রথম আভাস দিয়ে থাকে অগ্রিম বুকিং। সেখানে দাঁড়িয়ে স্যাকনিল্ক-এর রিপোর্ট অনুযায়ী, 'সিংঘম এগেইন' ছবি ভারতে অগ্রিম টিকিট বুকিং হয়েছিল ১ লক্ষ ৮৭ হাজার ৭৪৭টি টিকিট। ঘরে তুলেছে প্রায় ৬.৫১ কোটি টাকা। তবে এক্ষেত্রে ধরা হয়নি ব্লক সিটস। তুলনায় অন্যদিকে 'ভুল ভুলাইয়া ৩' ছবির টিকিট বিক্রি হয়েছে ২ লক্ষ ৩২ হাজার ৯৫৭ টি। আয় হয়েছে প্রায় ৭.৪৯ কোটি টাকা। এখানে ব্লক সিটস ধরা হয়েছে। 

শুক্রবার সকাল থেকেই বক্সঅফিসে একপ্রকার যুদ্ধ চলছে আনিস বাজমী পরিচালিত 'ভুল ভুলাইয়া ৩' এবং রোহিত শেট্টি পরিচালিত 'সিংঘম এগেইন'-এর মধ্যে। এখন পর্যন্ত সর্বশেষ রিপোর্ট অনুযায়ী 'ভুল ভুলাইয়া ৩' বহুগুণ এগিয়ে রয়েছে 'সিংঘম এগেইন'-এর থেকে।  সপ্তাহের শেষে ভারতজুড়ে দুটি সিনেমাই প্রায় ৬ হাজারটি প্রেক্ষাগৃহে চলছে। যদিও ট্রেড এক্সপার্টদের মতে,'সিংঘম এগেইন' শুরুতেই কামাতে পারে ৪০-৪৫ কোটি। তো অন্যদিকে 'ভুল ভুলাইয়া ৩' কামাতে পারে ২০-২৫ কোটি। যদিও স্যাকনিল্ক-এর রিপোর্ট অনুযায়ী 'সিংঘম এগেইন'-এর চাইতে 'ভুল ভুলাইয়া ৩'-এর প্রেক্ষাগৃহে অকুপেন্সি বহুগুণ। সিনেমা প্রেমীদের মতে যেহেতু 'ভুল ভুলাইয়া'-এর সঙ্গে আলাদাই আবেগ জড়িয়ে তাই আরও ভালো সাড়া ফেলবে কিছুদিনের মধ্যেই। অন্যদিকে 'সিংঘম' ফ্যানেরাও কিন্তু পিছিয়ে নেই। সপ্তাহান্তে জমজমাট থাকবে সমস্ত প্রেক্ষাগৃহ।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.