ষষ্ঠী থেকেই জেলার পুজোয় জনজোয়ার

আজ মহাষষ্ঠী। মণ্ডপে মণ্ডপে দেবীর বোধন শুরু। হুগলির ডানকুনি ভাতৃ সঙ্ঘের এবারের থিম ভিক্টোরিয়া মেমোরিয়াল। প্রতিমা কৃষ্ণনগরের। এই পুজোর বয়স ৩৯ বছর। কালিপুর স্পোর্টিং ক্লাবের থিম বৌদ্ধ মনেস্ট্রি। উঠে এসেছে বৌদ্ধ সংস্কৃতি। প্রতিমা এখানে শান্তিরুপে বিরাজ করছেন। সবুজের মাঝে মা এসেছেন বীরাঙ্গনা সাজে। চণ্ডিতলা নবজাগরণ সঙ্ঘের এবারের পুজোর থিম। মণ্ডপ সাজানো হয়েছে ঘাস দিয়ে।

Updated By: Oct 20, 2012, 05:05 PM IST

আজ মহাষষ্ঠী। মণ্ডপে মণ্ডপে দেবীর বোধন শুরু। হুগলির ডানকুনি ভাতৃ সঙ্ঘের এবারের থিম ভিক্টোরিয়া মেমোরিয়াল। প্রতিমা কৃষ্ণনগরের। এই পুজোর বয়স ৩৯ বছর।
কালিপুর স্পোর্টিং ক্লাবের থিম বৌদ্ধ মনেস্ট্রি। উঠে এসেছে বৌদ্ধ সংস্কৃতি। প্রতিমা এখানে শান্তিরুপে বিরাজ করছেন। সবুজের মাঝে মা এসেছেন বীরাঙ্গনা সাজে। চণ্ডিতলা নবজাগরণ সঙ্ঘের এবারের পুজোর থিম। মণ্ডপ সাজানো হয়েছে ঘাস দিয়ে। শেওড়াফুলি রাজবাড়ির অষ্টধাতুর সর্বমঙ্গলা মা। এখানে দেবী দুর্গার বোধন হয় মহালয়ার দিনে। এরপর রোজ চলে পুজো ও আরতি।   
অন্যান্য বছরের মতো এবারেও জমে উঠেছে দুর্গাপুর শিলাঞ্চলের পুজো। মার্কিন দক্ষিণপল্লির মণ্ডপ সেজেছে পুজোর বিভিন্ন মাঙ্গলিক উপকরণ দিয়ে। দুর্গাপুরের বড় পুজোগুলির মধ্যে এই পুজো অন্যতম। এবারে এই পুজো ৫২ বছরে পড়ল। ফুলঝোড় সার্বজনীন পুজো কমিটির এবারের থিম কৃষক। কৃষি সংক্রান্ত বিভিন্ন জিনিসপত্র দিয়ে মণ্ডপ ও প্রতিমা তৈরি হয়েছে। দুর্গাপুর তানসেন অ্যাথলেটিক ক্লাবের মণ্ডপসজ্জায় ব্যবহার করা হয়েছে ছত্রাক। প্রতিমাতেও রয়েছে তারই ছোঁয়া।

.