মদ জুয়ার আসরের প্রতিবাদ, দুষ্কৃতীরা হেনস্থা করল মহিলাদের
মদ-জুয়ার আসরের প্রতিবাদ করায় নিমতার পাটনা এলাকায় তান্ডব চালাল দুষ্কৃতীরা। হেনস্থার শিকার হলেন মহিলারাও। দুষ্কৃতী হামলায় এক মহিলার হাত ভেঙেছে। এপর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।স্কুলের সামনে রবিবার রাতে মদ-জুয়ার আসর বসিয়েছিল দুষ্কৃতীরা। প্রতিবাদ করেন উত্তর চব্বিশ পরগনার নিমতার পাটনা অঞ্চলে বাসিন্দারা। তখনকার মতো পিছু হটলেও দুষ্কৃতীরা সোমবার দুপুর নাগাদ ফের এলাকায় চড়াও হয় ।
ব্যুরো: মদ-জুয়ার আসরের প্রতিবাদ করায় নিমতার পাটনা এলাকায় তান্ডব চালাল দুষ্কৃতীরা। হেনস্থার শিকার হলেন মহিলারাও। দুষ্কৃতী হামলায় এক মহিলার হাত ভেঙেছে। এপর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।স্কুলের সামনে রবিবার রাতে মদ-জুয়ার আসর বসিয়েছিল দুষ্কৃতীরা। প্রতিবাদ করেন উত্তর চব্বিশ পরগনার নিমতার পাটনা অঞ্চলে বাসিন্দারা। তখনকার মতো পিছু হটলেও দুষ্কৃতীরা সোমবার দুপুর নাগাদ ফের এলাকায় চড়াও হয় ।
হামলা থেকে রেহাই পাননি মহিলারাও। দুষ্কৃতীদের মারধরে এক মহিলার হাত ভেঙেছে।
প্রশাসনের ভূমিকায় আদৌ সন্তুষ্ট নন আক্রান্তরা।
দুষ্কৃতীদের হামলা নিয়ে নিমতা থানায় অভিযোগ দায়ের হয়েছে।