টেটের মৌখিক পরীক্ষাতেও অনিয়ম, বিভ্রাটে পরীক্ষার্থীরা

লিখিত পরীক্ষার পর এবার টেটের মৌখিক পরীক্ষাতেও অনিয়মের অভিযোগ উঠল। আজ বীরভূমের সিউড়িতে প্রাইমারি কাউন্সিলের অফিসে টেটের মৌখিক পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু আচমকা তা পরিবর্তন করে বোলপুরের শ্রীনন্দা হাইস্কুলে করা হয়। টেটের লিখিত পরীক্ষায় বীরভূম জেলায় মোট ১০২২জন উত্তীর্ণ হয়েছেন। পরীক্ষার্থীদের একাংশের অভিযোগ, পরীক্ষার নামে কার্যত আই ওয়াশ চলছে। সেখানে যোগ্যতাকে গুরুত্ব না দিয়ে, শাসকদলের ঘনিষ্ঠদের সুবিধা পাইয়ে দেওয়া হচ্ছে।

Updated By: Dec 14, 2013, 09:14 PM IST

লিখিত পরীক্ষার পর এবার টেটের মৌখিক পরীক্ষাতেও অনিয়মের অভিযোগ উঠল। আজ বীরভূমের সিউড়িতে প্রাইমারি কাউন্সিলের অফিসে টেটের মৌখিক পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু আচমকা তা পরিবর্তন করে বোলপুরের শ্রীনন্দা হাইস্কুলে করা হয়। টেটের লিখিত পরীক্ষায় বীরভূম জেলায় মোট ১০২২জন উত্তীর্ণ হয়েছেন। পরীক্ষার্থীদের একাংশের অভিযোগ, পরীক্ষার নামে কার্যত আই ওয়াশ চলছে। সেখানে যোগ্যতাকে গুরুত্ব না দিয়ে, শাসকদলের ঘনিষ্ঠদের সুবিধা পাইয়ে দেওয়া হচ্ছে।

আজ বোলপুরের শ্রীনন্দা হাইস্কুলের সামনে যাঁরা মৌখিক পরীক্ষা দিতে আসেন, তাঁদের মধ্যে অনেকেই জেলা তৃণমূলের শীর্ষ নেতাদের আত্মীয় পরিজন বলে অভিযোগ করেছে পরীক্ষার্থীদের একাংশ। প্রাথমিক শিক্ষক নিয়োগে মোটা টাকার খেলা চলছে বলেও অভিযোগ করেছেন পরীক্ষার্থীরা।

.