পিস্তলের বাঁট দিয়ে সিপিএম কর্মীর মাথায় আঘাত, অভিযুক্ত তৃণমূল, উত্তপ্ত কসবা

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত কসবা। সিপিএম-তৃণমূল দুপক্ষের সংঘর্ষ। জখম বেশকয়েকজন।

Updated By: May 2, 2016, 08:39 AM IST
পিস্তলের বাঁট দিয়ে সিপিএম কর্মীর মাথায় আঘাত, অভিযুক্ত তৃণমূল, উত্তপ্ত কসবা

ওয়েব ডেস্ক: ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত কসবা। সিপিএম-তৃণমূল দুপক্ষের সংঘর্ষ। জখম বেশকয়েকজন।

সিপিএমের অভিযোগ গতকাল সন্ধ্যেয় কসবার বৈকুন্ঠপুর রোডের একটি চায়ের দোকানে আড্ডা মারছিলেন দলের চার কর্মী। সেইসময়ই তাদের ওপর হামলা চালায় তৃণমূলের দুষ্কৃতীরা। পিস্তলের বাঁট দিয়ে মাথায় আঘাত করা হয় তাদের। ঘটনার চার সিপিএম কর্মী জখম হয়েছেন বলে দাবি করেছে স্থানীয় সিপিএম নেতৃত্ব।

তাদের বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে সিপিএমের বিরুদ্ধে পাল্টা হামলার অভিযোগ এনেছে তৃণমূল। তৃণমূলের অভিযোগ, ভোটের আগে প্রায় দেড়শো জন সিপিএম কর্মী দল ছেড়ে তৃণমূলে যোগ দেয়। সেই আক্রোশেই তৃণমূল কর্মীদের বাড়িতে হামলা চালানো হয়েছে। হামলায় তাদেরও বেশকয়েকজন কর্মী জখম হয়েছেন বলে দাবি করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এরপর ঘটনায় এক তৃণমূল কর্মীকে আটক করে কসবা থানা। প্রতিবাদে রাতেই থানায় বিক্ষোভ  দেখায় তৃণমূল কর্মীরা। ঘটনার পর থেকেই থমথমে কসবার একানব্বই নম্বর ওয়ার্ড।

.