বিশ্বকর্মা পুজোয় জলপাইগুড়ির মালবাজারে জ্যান্ত হাতিদের পুজো
বিশ্বকর্মা পুজোয় হাতিদের মহাসুখ। যন্ত্রের দেবতার পাশাপাশি, তাঁর বাহনের পুজোও চলছে সর্বত্র। জলপাইগুড়ির মালবাজারে তো জ্যান্ত হাতিরাই পুজো পেল। গরুমারার ধূপঝোরায়, পিলখানায় চলছে হাতিপুজো।
ওয়েব ডেস্ক: বিশ্বকর্মা পুজোয় হাতিদের মহাসুখ। যন্ত্রের দেবতার পাশাপাশি, তাঁর বাহনের পুজোও চলছে সর্বত্র। জলপাইগুড়ির মালবাজারে তো জ্যান্ত হাতিরাই পুজো পেল। গরুমারার ধূপঝোরায়, পিলখানায় চলছে হাতিপুজো।
আরও পড়ুন এক হেলিকপ্টার আর তিন প্রিয় ক্রিকেটার
স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা গিয়েছে, বিশ্বকর্মা পুজোয় হাতিদের পুজো করা, একশো বছরেরও পুরনো এই প্রথা। সকাল বেলায় কুনকি হাতিদের স্নান করিয়ে, চন্দন পরিয়ে, খড়িমাটি দিয়ে অঙ্গসজ্জা করে দেবজ্ঞানে পুজো করা হয়। মাহুতদের সঙ্গে বনকর্মী থেকে আধিকারিক সকলেই পুজোয় মেতে ওঠেন। হাতিরা অবশ্য পুজোর বিশেষ কিছু বুঝছেন না। নৈবেদ্যর নারকেল, ছোলা, গুড়, ফল, ডাল, লবণ পেয়েই তারা খুব খুশি।
আরও পড়ুন ATM জালিয়াতির হাত থেকে বাঁচাতে কাস্টোমারদের সচেতন করছে ব্যাঙ্কগুলি