মঙ্গলাহাটে উচ্ছেদের প্রতিবাদে বঙ্কিম সেতু অবরোধ
উচ্ছেদ কাণ্ড ঘিরে ফের উত্তপ্ত বল মঙ্গলাহাট। উচ্ছেদের প্রতিবাদে হাওড়ার বঙ্কিম সেতু অবরোধ করলেন ব্যবসায়ীরা।
Updated By: Jan 10, 2012, 01:25 PM IST
উচ্ছেদ কাণ্ড ঘিরে ফের উত্তপ্ত বল মঙ্গলাহাট। উচ্ছেদের প্রতিবাদে হাওড়ার বঙ্কিম সেতু অবরোধ করলেন ব্যবসায়ীরা। গত ১৮ অক্টোবর উচ্ছেদ করা হয় বঙ্কিম সেতুর ওপর বসা মঙ্গলাহাটের এই ব্যবসায়ীদের। এরপর বহুবার মন্ত্রীদের দ্বারস্থ হলেও সমস্যার সুরাহা হয়নি বলে অভিযোগ। উচ্ছেদের প্রতিবাদে মঙ্গলবার সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত বঙ্কিম সেতু অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা। টানা একঘন্টা রাস্তা অবরোধের জেরে ব্যাহত হয় যান চলাচাল। এরপর পুলিস বাহিনী গিয়ে বিক্ষোভকারীদের হটিয়ে দেয়। ঘটনাস্থল থেকে জনা দশেক ব্যবসায়ীকে আটকও করে পুলিস।