সিকিমে পর্বতারোহনের প্রশিক্ষণে গিয়ে মৃত্যু হাওড়ার যুবকের

সিকিমে পর্বতারোহনের প্রশিক্ষণে গিয়ে মৃত্যু হল হাওড়ার এক যুবকের। হৃদরোগের কারণেই মৃত্যু বলে জানানো হয়েছে প্রশিক্ষণ সংস্থার পক্ষ থেকে। মৃতদেহ ফিরিয়ে আনতে সিকিম রওনা পরিবারের।

Updated By: Sep 30, 2013, 09:51 AM IST

সিকিমে পর্বতারোহনের প্রশিক্ষণে গিয়ে মৃত্যু হল হাওড়ার এক যুবকের। হৃদরোগের কারণেই মৃত্যু বলে জানানো হয়েছে প্রশিক্ষণ সংস্থার পক্ষ থেকে। মৃতদেহ ফিরিয়ে আনতে সিকিম রওনা পরিবারের।
নৌবাহিনীতে চাকরি করতেন সাঁকরাইলের সৈকত কুণ্ডু। আন্দামানে পোস্টিং ছিল। কিছুদিন আগেই দু মাসের ছুটি নিয়ে বাড়ি ফিরেছিলেন সৈকত। গত ১৪ সেপ্টেম্বর বেড়াতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হন। কোথায় যাচ্ছেন, বলেননি। রবিবার সকালে এল সৈকতের মৃত্যুর খবর।
  
বরাবরই অ্যাডভেঞ্চারের নেশা সৈকতের। জানা গিয়েছে, হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের অ্যাডভান্স কোর্সের প্রশিক্ষণে সিকিম গিয়েছিলেন তিনি। প্রশিক্ষণ সংস্থার তরফে জানানো হয়েছে, ইয়াকসামের কাছে ১৪ হাজার ফিট ওপরে প্রশিক্ষণ চলার সময় শ্বাসকষ্ট শুরু হয় সৈকতের। জ্বরও আসে। নামিয়ে আনার সময়ই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। সৈকতের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া। শোকসন্তপ্ত তাঁর আত্মীয় স্বজনেরা।

.