জুতোর মালা পরিয়ে তাড়িয়ে দেওয়া হল শিক্ষককে!

শিক্ষাঙ্গনেও এবার বহিরাগত তত্ত্ব । নবাগত শিক্ষককে পরানো হল জুতোর মালা। পুরুলিয়ার বরাবাজার থানার মুর্গাবনী প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা।

Updated By: Feb 22, 2017, 05:45 PM IST
জুতোর মালা পরিয়ে তাড়িয়ে দেওয়া হল শিক্ষককে!

ওয়েব ডেস্ক : শিক্ষাঙ্গনেও এবার বহিরাগত তত্ত্ব । নবাগত শিক্ষককে পরানো হল জুতোর মালা। পুরুলিয়ার বরাবাজার থানার মুর্গাবনী প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা।

শিক্ষকের অভিযোগ, রীতিমতো পরীক্ষা দিয়ে চাকরি পাওয়া সত্ত্বেও শুধুমাত্র বহিরাগত অভিযোগে তাকে স্কুলে ঢুকতে বাধা দেওয়া হয়। স্থানীয় কিছু যুবক তার সঙ্গে অশালীন আচরণ শুরু করে। এরপর সবার সামনেই তাঁকে জুতোর মালা পরিয়ে স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়।

শিক্ষক পূর্ব মেদিনীপুরের বাসিন্দা। গতকালই তিনি স্কুলে কাজে যোগ দিতে যান। তখনই চরম হেনস্থার মুখে পড়তে হয় তাঁকে। ঘটনার তীব্র নিন্দা করেছেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি হেমন্ত রজক।

আরও পড়ুন, এবার ডাক্তারদের এটাই বললেন মুখ্যমন্ত্রী!

.