ফের চা শ্রমিকের মৃত্যু বাগরাকোট চা বাগানে
উত্তরবঙ্গে চা শ্রমিকদের মৃত্যুমিছিল অব্যাহত। ফের ডানকান্স গ্রুপের চা বাগানে শ্রমিক মৃত্যুর ঘটনা ঘটল। মালবাজার মহকুমার বাগরাকোট চা বাগানে মৃত্যু হল এক শ্রমিকের।
Updated By: Feb 3, 2016, 05:38 PM IST
মালবাজার, ৩ ফেব্রুয়ারি : উত্তরবঙ্গে চা শ্রমিকদের মৃত্যুমিছিল অব্যাহত। ফের ডানকান্স গ্রুপের চা বাগানে শ্রমিক মৃত্যুর ঘটনা ঘটল। মালবাজার মহকুমার বাগরাকোট চা বাগানে মৃত্যু হল এক শ্রমিকের।
মৃত শ্রমিকের নাম চন্দ্রু খেস। বয়স হয়েছিল সত্তর বছর। আজ সকালে মৃত্যু হয় তাঁর। পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন চন্দ্রু। কিন্তু বাগান বন্ধ থাকায় অর্থাভাবে তাঁর কোনও চিকিত্সা করানো সম্ভব হয়নি। তাই বিনা চিকিত্সাতেই প্রাণ হারাতে হল অবসরপ্রাপ্ত এই চা শ্রমিককে।
গত তিনমাসে এই নিয়ে বাগরাকোট চা বাগানে শ্রমিক মৃত্যুর সংখ্যা বেড়ে হল সাঁইত্রিশ।