সরকারের সাহায্য নিয়েই সারদা সাধারণের টাকা লুঠেছে, ইসলামপুরে তোপ সোনিয়া গান্ধীর

সারদা-কাণ্ডে রাজ্য সরকারকে কড়া আক্রমণ করলেন সোনিয়া গান্ধী। ইসলামপুরের জনসভায় তাঁর অভিযোগ, "সরকারের সঙ্গে যোগসাজশে চিটফান্ড সংস্থাগুলি আঠারো লক্ষ মানুষের টাকা লুঠ করেছে।" সারদা-কাণ্ডে ইডি-র তদন্ত নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগছেন মুখ্যমন্ত্রী সহ তৃণমূলের অন্য নেতারা। এ সবের মধ্যেই ভোটের প্রচারে রাজ্যে এসে তৃণমূল সরকারকে পাল্টা বিঁধলেন কংগ্রেস সভানেত্রী।

Updated By: Apr 22, 2014, 04:12 PM IST

সারদা-কাণ্ডে রাজ্য সরকারকে কড়া আক্রমণ করলেন সোনিয়া গান্ধী। ইসলামপুরের জনসভায় তাঁর অভিযোগ, "সরকারের সঙ্গে যোগসাজশে চিটফান্ড সংস্থাগুলি আঠারো লক্ষ মানুষের টাকা লুঠ করেছে।" সারদা-কাণ্ডে ইডি-র তদন্ত নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগছেন মুখ্যমন্ত্রী সহ তৃণমূলের অন্য নেতারা। এ সবের মধ্যেই ভোটের প্রচারে রাজ্যে এসে তৃণমূল সরকারকে পাল্টা বিঁধলেন কংগ্রেস সভানেত্রী।

উন্নয়ন নিয়ে রাজনীতি করছে রাজ্য সরকার। দীপা দাশমুন্সির সমর্থনে ইসলামপুরের জনসভায় এই অভিযোগ করলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। রায়গঞ্জে এইমস না হওয়ার জন্য তৃণমূল ও বামফ্রন্টকে দায়ী করেন তিনি।

.