দিঘা বেড়াতে যাওয়ার পথে দুর্ঘটনা, মৃত দুই, জখম চার
দিঘা বেড়াতে যাওয়ার পথে পথদুর্ঘটনা। লরি-মারুতি সংঘর্ষে মৃত দুই, জখম হয়েছেন চারজন। মৃত্যু হয়েছে মারুতির চালক সহ এক পর্যটকের। জখম চারজদনই মারুতির যাত্রী। জানা গেছে হুগলির শ্রীরামপুরের প্রভাসনগর থেকে দিঘা বেড়াতে যাচ্ছিলেন মারুতির চালক সহ ছয় পর্যটক। এদের মধ্যে একজন মহিলাও ছিলেন। ঘটনার পর থেকেই বেপাত্তা লরির চালক। আহতদের দিঘা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওয়েব ডেস্ক: দিঘা বেড়াতে যাওয়ার পথে পথদুর্ঘটনা। লরি-মারুতি সংঘর্ষে মৃত দুই, জখম হয়েছেন চারজন। মৃত্যু হয়েছে মারুতির চালক সহ এক পর্যটকের। জখম চারজদনই মারুতির যাত্রী। জানা গেছে হুগলির শ্রীরামপুরের প্রভাসনগর থেকে দিঘা বেড়াতে যাচ্ছিলেন মারুতির চালক সহ ছয় পর্যটক। এদের মধ্যে একজন মহিলাও ছিলেন। ঘটনার পর থেকেই বেপাত্তা লরির চালক। আহতদের দিঘা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন- শিশু পাচারের অন্যতম চাঁই বাসন্তী চক্রবর্তী গ্রেফতার
প্রসঙ্গত, সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার পথ নিরাপত্তার বিষয়ে বিশেষ জোর দিয়েছেন। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন সড়কে প্রয়শই নজরে পরে 'সেফ ড্রাইভ, সেভ লাইভ'-এর বিজ্ঞাপন।