গ্রেফতার হোক আরাবুল, আদালতে আর্জি ভাঙড়ে মৃতের স্ত্রীর

Updated By: Nov 19, 2014, 10:14 PM IST
গ্রেফতার হোক আরাবুল, আদালতে আর্জি ভাঙড়ে মৃতের স্ত্রীর

গ্রেফতার করা হোক আরাবুল ইসলামকে। এই আর্জি নিয়ে হাইকোর্টের দারস্থ হলেন ভাঙড়ে নিহত তৃণমূল কর্মী রমেশ ঘোষালের স্ত্রী। ভাইফোঁটার দিন খুন হন রমেশ ঘোষাল, বাপন মণ্ডল। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠে আরাবুল ইসলামের বিরুদ্ধে।

ভাঙড়ে অশান্তি, জোড়া খুনের পর আবাবুল ইসলামকে  বহিষ্কার করেছে তৃণমূল। কিন্তু ভাঙড় দুই পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি পুলিস। স্বামী ছিলেন তৃণমূলের কর্মী। নিহত রমেশ ঘোষালের পরিবার এখনও  আতঙ্কে ঘরছাড়া।  মুখ্যমন্ত্রীর কাছেও দরবার করেছেন তাঁরা।

অনুব্রত মণ্ডল, মনিরুল ইসলামদের বিরুদ্ধে পুলিসি ব্যবস্থা নিচ্ছে না। এই অভিযোগে মামলা চলছে হাইকোর্টে। এবার প্রাক্তন তৃণমূল নেতা আরাবুল ইসলামেরও নাম উঠল সেই তালিকায়।

 

.